
নয়াদিল্লি: সরবরাহ সংকটে ভারতের অনেক রাজ্যে টিকাদান কর্মসূচি বন্ধ হওয়ার পথে। কিন্তু সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অনেক রাজ্যে বিপুল পরিমাণ টিকার অপচয় হয়েছে। এর মধ্যে ঝাড়খন্ড এবং ছত্তিশগড় রাজ্যে প্রতি তিনটি ডোজের মধ্যে একটিই নষ্ট হয়েছে। সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণেই এই অপচয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের টিকা অপচয় নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি পরিসংখ্যান প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে দেখা যায়, সবচেয়ে বেশি টিকা নষ্ট হয়েছে ঝাড়খন্ড ও ছত্তিশগড় রাজ্যে। যেখানে সরবরাহ সংকটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কয়েকটি রাজ্যে টিকা পাঠানো কমিয়ে দিয়েছে অথবা একেবারে বন্ধ করে দিয়েছে।
পরিসংখ্যানটি প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একদিকে অনেক রাজ্য টিকার ঘাটতি নিয়ে অভিযোগ করছে। অন্যদিকে যথেষ্ট পরিমাণে মজুত নষ্ট করে ফেলছে অনেকে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সারা দেশে গড়ে ৬ দশমিক ৩ শতাংশ টিকা নষ্ট হয়েছে। যেখানে রাজ্যগুলোকে টিকার অপচয় ১ শতাংশের নিচে রাখতে অনুরোধ করা হয়েছে। দেখা যাচ্ছে ঝাড়খন্ডে ৩৭ দশমিক ৩ শতাংশ, ছত্তিশগড়ে ৩০ দশমিক ২ শতাংশ, তামিলনাড়ুতে ১৫ দশমিক ৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ১০ দশমিক ৮ শতাংশ এবং মধ্যপ্রদেশে ১০ দশমিক ৭ শতাংশ টিকা নষ্ট হয়েছে। এটি স্পষ্টত জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।
টিকা অপচয়ের ক্ষেত্রে ছত্তিশগড় রাজ্য দ্বিতীয় অবস্থানে এবং এর পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেকোনো বড় টিকাদান কর্মসূচির ক্ষেত্রে কিছুটা অপচয় হরহামেশা হয়ে থাকে। টিকা কেনা এবং বিতরণের সময়ই এমন ঘটতে পারে। রাজ্যগুলোকে জনসংখ্যা অনুপাতে এবং প্রয়োজন অনুসারে টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ নির্ধারণে অপচয়ের সম্ভাব্যতার হিসাবটা খুব জরুরি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানের বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক টুইটে তিনি বলেছেন, তাঁর সরকার অপচয় কমাতে বরাদ্দপ্রাপ্ত টিকাগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে মনোযোগী। সেই সঙ্গে কেন্দ্র সরকারের পরিসংখ্যানটি নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বলেন, আজ অবধি ঝাড়খন্ড সরকারের কাছে যে পরিমাণ টিকা এসেছে সেটির হিসাবে অপচয়ের পরিমাণ মাত্র ৪ দশমিক ৬৫ শতাংশ। বিড়ম্বনার কারণে কোউইন সাইটে টিকা দেওয়ার তথ্য হালনাগাদ করা যায়নি বলেও জানান তিনি।
টিকা অপচয়ের কারণ ব্যাখ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, টিকা অপচয় বা নষ্টের পেছনে রয়েছে মেয়াদ শেষ হওয়া, ঠিকমতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারা অথবা চুরি যাওয়া। ভায়ালের (শিশি) মধ্যে যখন টিকা নষ্ট হয়ে যায়, তার মানে হয় পুরো ডোজ টিকা প্রয়োগ করা হয়নি অথবা টিকাকেন্দ্রে মানুষ সময়মতো পৌঁছাতে পারেননি। অথবা খোলা ভায়ালটি পানিতে ফেলে দেওয়া হয়েছে। যেসব রাজ্য সর্বাধিক পরিমাণ টিকা অপচয় করেছে, সেগুলো কার্যকরভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ব্যর্থ বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নয়াদিল্লি: সরবরাহ সংকটে ভারতের অনেক রাজ্যে টিকাদান কর্মসূচি বন্ধ হওয়ার পথে। কিন্তু সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অনেক রাজ্যে বিপুল পরিমাণ টিকার অপচয় হয়েছে। এর মধ্যে ঝাড়খন্ড এবং ছত্তিশগড় রাজ্যে প্রতি তিনটি ডোজের মধ্যে একটিই নষ্ট হয়েছে। সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণেই এই অপচয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের টিকা অপচয় নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি পরিসংখ্যান প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে দেখা যায়, সবচেয়ে বেশি টিকা নষ্ট হয়েছে ঝাড়খন্ড ও ছত্তিশগড় রাজ্যে। যেখানে সরবরাহ সংকটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কয়েকটি রাজ্যে টিকা পাঠানো কমিয়ে দিয়েছে অথবা একেবারে বন্ধ করে দিয়েছে।
পরিসংখ্যানটি প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একদিকে অনেক রাজ্য টিকার ঘাটতি নিয়ে অভিযোগ করছে। অন্যদিকে যথেষ্ট পরিমাণে মজুত নষ্ট করে ফেলছে অনেকে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সারা দেশে গড়ে ৬ দশমিক ৩ শতাংশ টিকা নষ্ট হয়েছে। যেখানে রাজ্যগুলোকে টিকার অপচয় ১ শতাংশের নিচে রাখতে অনুরোধ করা হয়েছে। দেখা যাচ্ছে ঝাড়খন্ডে ৩৭ দশমিক ৩ শতাংশ, ছত্তিশগড়ে ৩০ দশমিক ২ শতাংশ, তামিলনাড়ুতে ১৫ দশমিক ৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ১০ দশমিক ৮ শতাংশ এবং মধ্যপ্রদেশে ১০ দশমিক ৭ শতাংশ টিকা নষ্ট হয়েছে। এটি স্পষ্টত জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।
টিকা অপচয়ের ক্ষেত্রে ছত্তিশগড় রাজ্য দ্বিতীয় অবস্থানে এবং এর পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেকোনো বড় টিকাদান কর্মসূচির ক্ষেত্রে কিছুটা অপচয় হরহামেশা হয়ে থাকে। টিকা কেনা এবং বিতরণের সময়ই এমন ঘটতে পারে। রাজ্যগুলোকে জনসংখ্যা অনুপাতে এবং প্রয়োজন অনুসারে টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ নির্ধারণে অপচয়ের সম্ভাব্যতার হিসাবটা খুব জরুরি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানের বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক টুইটে তিনি বলেছেন, তাঁর সরকার অপচয় কমাতে বরাদ্দপ্রাপ্ত টিকাগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে মনোযোগী। সেই সঙ্গে কেন্দ্র সরকারের পরিসংখ্যানটি নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বলেন, আজ অবধি ঝাড়খন্ড সরকারের কাছে যে পরিমাণ টিকা এসেছে সেটির হিসাবে অপচয়ের পরিমাণ মাত্র ৪ দশমিক ৬৫ শতাংশ। বিড়ম্বনার কারণে কোউইন সাইটে টিকা দেওয়ার তথ্য হালনাগাদ করা যায়নি বলেও জানান তিনি।
টিকা অপচয়ের কারণ ব্যাখ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, টিকা অপচয় বা নষ্টের পেছনে রয়েছে মেয়াদ শেষ হওয়া, ঠিকমতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারা অথবা চুরি যাওয়া। ভায়ালের (শিশি) মধ্যে যখন টিকা নষ্ট হয়ে যায়, তার মানে হয় পুরো ডোজ টিকা প্রয়োগ করা হয়নি অথবা টিকাকেন্দ্রে মানুষ সময়মতো পৌঁছাতে পারেননি। অথবা খোলা ভায়ালটি পানিতে ফেলে দেওয়া হয়েছে। যেসব রাজ্য সর্বাধিক পরিমাণ টিকা অপচয় করেছে, সেগুলো কার্যকরভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ব্যর্থ বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৬ ঘণ্টা আগে