
সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই ভিডিও বানিয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বানানো ওই ভিডিওতে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল। ভিডিওটিতে ‘ইসলামভীতি’ প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে। এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে, মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে, নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে। কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে।
ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সমর্থকের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি।
বিজেপির প্রচারণায় ইসলামভীতির ব্যবহার নতুন বিষয় নয়, এটি প্রায় ধারাবাহিক একটি বিষয়। এর আগে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয়। সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে, কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে।
এদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারিত ভিডিওটি নিয়ে বিতর্কের পর গত রোববার দেশটির নির্বাচন কমিশন (ইসি) বিজেপিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়। ইসি জানিয়েছে, ভিডিওটি নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অব কনডাক্ট) লঙ্ঘন করেছে। পরে ভিডিওটি অনলাইন প্ল্যাটফরম থেকে সরিয়ে ফেলে বিজেপি।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই ভিডিও বানিয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বানানো ওই ভিডিওতে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল। ভিডিওটিতে ‘ইসলামভীতি’ প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে। এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে, মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে, নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে। কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে।
ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সমর্থকের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি।
বিজেপির প্রচারণায় ইসলামভীতির ব্যবহার নতুন বিষয় নয়, এটি প্রায় ধারাবাহিক একটি বিষয়। এর আগে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয়। সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে, কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে।
এদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারিত ভিডিওটি নিয়ে বিতর্কের পর গত রোববার দেশটির নির্বাচন কমিশন (ইসি) বিজেপিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়। ইসি জানিয়েছে, ভিডিওটি নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অব কনডাক্ট) লঙ্ঘন করেছে। পরে ভিডিওটি অনলাইন প্ল্যাটফরম থেকে সরিয়ে ফেলে বিজেপি।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৭ ঘণ্টা আগে