
ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দিল্লির নাগরিক সমাজের সদস্যরা হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নয়া দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি বিক্ষোভ মিছিলের কথা মাথায় রেখে। আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি কাউকেই দেওয়া হবে না।’
দিল্লির সিভিল সোসাইটি এবং আরও অনেক সংগঠন বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানাতে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে একটি মিছিলের ডাক দিয়েছে।
এর আগে, গত ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। হাইকমিশনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয় সিসিটিভি নজরদারিও। এ ছাড়া, স্ট্রাইক ইউনিট ও পুলিশ কন্ট্রোল রুমের পেট্রল ভ্যানও সেখানে পাঠানো হয়।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পর থেকেই বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে ক্রমেই শীতলতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। মিশ্রি সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে এক দিনের সফরে ঢাকা পৌঁছান। হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর ঢাকায় এটি দিল্লির উচ্চপর্যায়ের প্রথম সফর।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দিল্লির নাগরিক সমাজের সদস্যরা হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নয়া দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি বিক্ষোভ মিছিলের কথা মাথায় রেখে। আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি কাউকেই দেওয়া হবে না।’
দিল্লির সিভিল সোসাইটি এবং আরও অনেক সংগঠন বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানাতে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে একটি মিছিলের ডাক দিয়েছে।
এর আগে, গত ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। হাইকমিশনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয় সিসিটিভি নজরদারিও। এ ছাড়া, স্ট্রাইক ইউনিট ও পুলিশ কন্ট্রোল রুমের পেট্রল ভ্যানও সেখানে পাঠানো হয়।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পর থেকেই বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে ক্রমেই শীতলতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। মিশ্রি সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে এক দিনের সফরে ঢাকা পৌঁছান। হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর ঢাকায় এটি দিল্লির উচ্চপর্যায়ের প্রথম সফর।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
২৪ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে