
অফিসে তল্লাশি চালিয়ে বিবিসির হিসাব বইয়ে অনিয়ম পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর কর্তৃপক্ষ। দিল্লি ও মুম্বাইয়ে তিন দিন ধরে তল্লাশি চালানোর পর এমন বিবৃতি দিল কর কর্তৃপক্ষ, যদিও তাতে সরাসরি বিবিসির নাম নেওয়া হয়নি। খবর বিবিসি।
এদিকে বিবিসি বলছে, তারা কর কর্মকর্তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। কর্তৃপক্ষ থেকে সরাসরি যোগাযোগেও তারা সাড়া দেবে।
গতকাল শুক্রবার ভারতের কর কর্তৃপক্ষ বলেছে, তাদের পক্ষ থেকে দিল্লি ও মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানে জরিপ চালানো হয়েছে, যেটি হিন্দি, ইংরেজিসহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় কনটেন্ট তৈরি করে।
কর কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানের দুটি ইউনিট আয় ও লাভের যে চিত্র দেখিয়েছে, তা ভারতে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে আরও বলেছে, যা পাওয়া গেছে তাতে দেখা যায় সুনির্দিষ্ট রেমিট্যান্সের ওপর কর পরিশোধ করা হয়নি। তাদের রেমিট্যান্স ভারতে আয় হিসেবে দেখানো হয়নি।
ভারতে বিবিসি কার্যালয়ে তিন দিনের তল্লাশির পর বৃহস্পতিবার বিবিসি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখব। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।’
২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। গত ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব লন্ডনে প্রকাশ করেছে বিবিসি। এরপর ২৪ জানুয়ারি দেখানো হয়েছে দ্বিতীয় পর্ব।
‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রের প্রথম পর্ব প্রকাশের পর ২১ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে সরকার এই তথ্যচিত্রের ভিডিও লিংক ব্লক করার জন্য ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয়।
এরপর গোটা ভারত উত্তাল হয়ে ওঠে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রদর্শিত হতে থাকে তথ্যচিত্রটি। এর প্রদর্শনী বন্ধ করতে পুলিশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চড়াও হয়। আটক করে অনেক শিক্ষার্থীকে।

অফিসে তল্লাশি চালিয়ে বিবিসির হিসাব বইয়ে অনিয়ম পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর কর্তৃপক্ষ। দিল্লি ও মুম্বাইয়ে তিন দিন ধরে তল্লাশি চালানোর পর এমন বিবৃতি দিল কর কর্তৃপক্ষ, যদিও তাতে সরাসরি বিবিসির নাম নেওয়া হয়নি। খবর বিবিসি।
এদিকে বিবিসি বলছে, তারা কর কর্মকর্তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। কর্তৃপক্ষ থেকে সরাসরি যোগাযোগেও তারা সাড়া দেবে।
গতকাল শুক্রবার ভারতের কর কর্তৃপক্ষ বলেছে, তাদের পক্ষ থেকে দিল্লি ও মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানে জরিপ চালানো হয়েছে, যেটি হিন্দি, ইংরেজিসহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় কনটেন্ট তৈরি করে।
কর কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানের দুটি ইউনিট আয় ও লাভের যে চিত্র দেখিয়েছে, তা ভারতে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে আরও বলেছে, যা পাওয়া গেছে তাতে দেখা যায় সুনির্দিষ্ট রেমিট্যান্সের ওপর কর পরিশোধ করা হয়নি। তাদের রেমিট্যান্স ভারতে আয় হিসেবে দেখানো হয়নি।
ভারতে বিবিসি কার্যালয়ে তিন দিনের তল্লাশির পর বৃহস্পতিবার বিবিসি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখব। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।’
২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। গত ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব লন্ডনে প্রকাশ করেছে বিবিসি। এরপর ২৪ জানুয়ারি দেখানো হয়েছে দ্বিতীয় পর্ব।
‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রের প্রথম পর্ব প্রকাশের পর ২১ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে সরকার এই তথ্যচিত্রের ভিডিও লিংক ব্লক করার জন্য ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয়।
এরপর গোটা ভারত উত্তাল হয়ে ওঠে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রদর্শিত হতে থাকে তথ্যচিত্রটি। এর প্রদর্শনী বন্ধ করতে পুলিশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চড়াও হয়। আটক করে অনেক শিক্ষার্থীকে।

১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে বাড়তে থাকা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করে পেন্টাগন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ বিশেষ বাহিনী ‘এসএএস’-এর আদলে ১৯৭৭ সালে এই ডেল্টা ফোর্স গঠন করেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান কার্যালয়।
১৭ মিনিট আগে
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সত্য হলে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি প্রশ্নে— ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে।
৩৩ মিনিট আগে
ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সরাসরি সশস্ত্র আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাদুরোকে অপহরণ করে দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর...
২ ঘণ্টা আগে
নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নেওয়ার পর তাকে মাদক ও অস্ত্রের মামলায় অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। আজ শনিবার নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট আদালতে তাকে অভিযুক্ত করা হয় বলে জানান মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।
৩ ঘণ্টা আগে