কলকাতা প্রতিনিধি

মাত্র ৮ জন যাত্রী নিয়ে রোববার কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে বন্ধন এক্সপ্রেস। আর ঢাকা থেকে মাত্র ৭২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা রেলস্টেশন থেকে ছাড়বে বন্ধন এক্সপ্রেস। একই দিনে ঢাকা থেকে ছাড়বে মৈত্রী এক্সপ্রেস।
ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, মৈত্রী ও বন্ধন পুনরায় চালু হলেও কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেল বুধবার মিতালি এক্সপ্রেসের বাণিজ্যিক যাত্রার সূচনায় আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে মিতালির যাত্রা উদ্বোধন করবেন।
এদিকে, রোববার কোনো বাণিজ্যিক বিরতি ছাড়াই কলকাতা থেকে খুলনা যাবে বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ বিরতির পর প্রথম যাত্রায় যাত্রীদের তেমন সাড়া না মিললেও রেল কর্মকর্তাদের আশা শিগগিরই যাত্রীসংখ্যা বাড়বে বন্ধনে। কলকাতা থেকে খুলনা পর্যন্ত ১৭২ কিলোমিটার যেতে বন্ধন এক্সপ্রেসের সময় লাগবে ৪ ঘণ্টা ৪০ মিনিট। যাত্রাপথে কেবল সীমান্তে রেলওয়ের কর্মচারীদের ওঠানামার জন্য থামানো হবে।
অপরদিকে, রোববার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে মৈত্রী এক্সপ্রেস। ৩৯৩ কিলোমিটার রেলপথ মৈত্রীর পাড়ি দেওয়ার কথা ৮ ঘণ্টা ৫৫ মিনিটে।
শিয়ালদা রেলের এসিএম সিপি গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা স্টেশন থেকে আবারও আন্তর্জাতিক ট্রেন চালাতে তাঁরা প্রস্তুত।
ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলে প্রধান জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী জানান, এখন থেকে সপ্তাহে সাত দিনই কলকাতা স্টেশনে আন্তর্জাতিক ট্রেন যাতায়াত করবে। রবি ও বৃহস্পতিবার ছাড়বে বন্ধন। বাকি দিনগুলো থাকছে মৈত্রীর জন্য।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানিয়েছেন, মিতালির প্রথম বাণিজ্যিক যাত্রা শুরুর জন্য তাঁরা প্রস্তুত। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভারতীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে। ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছানোর কথা বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন ভারতীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ট্রেনটি।
সব্যসাচী দে আরও জানান, প্রতি সপ্তাহে রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে এবং প্রতি সোম ও বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে মিতালি। মিতালির হাত ধরে উভয় দেশের পর্যটনে জোয়ার আসবে বলে মন্তব্য করেন তিনি।

মাত্র ৮ জন যাত্রী নিয়ে রোববার কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে বন্ধন এক্সপ্রেস। আর ঢাকা থেকে মাত্র ৭২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা রেলস্টেশন থেকে ছাড়বে বন্ধন এক্সপ্রেস। একই দিনে ঢাকা থেকে ছাড়বে মৈত্রী এক্সপ্রেস।
ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, মৈত্রী ও বন্ধন পুনরায় চালু হলেও কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেল বুধবার মিতালি এক্সপ্রেসের বাণিজ্যিক যাত্রার সূচনায় আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে মিতালির যাত্রা উদ্বোধন করবেন।
এদিকে, রোববার কোনো বাণিজ্যিক বিরতি ছাড়াই কলকাতা থেকে খুলনা যাবে বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ বিরতির পর প্রথম যাত্রায় যাত্রীদের তেমন সাড়া না মিললেও রেল কর্মকর্তাদের আশা শিগগিরই যাত্রীসংখ্যা বাড়বে বন্ধনে। কলকাতা থেকে খুলনা পর্যন্ত ১৭২ কিলোমিটার যেতে বন্ধন এক্সপ্রেসের সময় লাগবে ৪ ঘণ্টা ৪০ মিনিট। যাত্রাপথে কেবল সীমান্তে রেলওয়ের কর্মচারীদের ওঠানামার জন্য থামানো হবে।
অপরদিকে, রোববার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে মৈত্রী এক্সপ্রেস। ৩৯৩ কিলোমিটার রেলপথ মৈত্রীর পাড়ি দেওয়ার কথা ৮ ঘণ্টা ৫৫ মিনিটে।
শিয়ালদা রেলের এসিএম সিপি গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা স্টেশন থেকে আবারও আন্তর্জাতিক ট্রেন চালাতে তাঁরা প্রস্তুত।
ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলে প্রধান জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী জানান, এখন থেকে সপ্তাহে সাত দিনই কলকাতা স্টেশনে আন্তর্জাতিক ট্রেন যাতায়াত করবে। রবি ও বৃহস্পতিবার ছাড়বে বন্ধন। বাকি দিনগুলো থাকছে মৈত্রীর জন্য।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানিয়েছেন, মিতালির প্রথম বাণিজ্যিক যাত্রা শুরুর জন্য তাঁরা প্রস্তুত। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভারতীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে। ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছানোর কথা বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন ভারতীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ট্রেনটি।
সব্যসাচী দে আরও জানান, প্রতি সপ্তাহে রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে এবং প্রতি সোম ও বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে মিতালি। মিতালির হাত ধরে উভয় দেশের পর্যটনে জোয়ার আসবে বলে মন্তব্য করেন তিনি।

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৬ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে