
জম্মু ও কাশ্মীরে আজ রোববার আটক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য তালিব হোসেন শাহ বিজেপির সক্রিয় সদস্য! তিনি জম্মুতে বিজেপির সংখ্যালঘু মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জও ছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তালিব হোসেন ও তাঁর এক সহযোগীকে আজ সকালে জম্মুর রিয়াসি এলাকায় গ্রামবাসীরা আটক করে। তাঁদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
বিজেপি এখন দলের অনলাইন সেলের সদস্য বাছাই ব্যবস্থাকে দায়ী করছে। অতীত ইতিহাস যাচাই না করেই লোকদের নিয়োগ দেওয়ার কারণে এমনটি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বিজেপির মুখপাত্র আরএস পাঠানিয়া এক বিবৃবিতে বলেছেন, ‘এই গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি নতুন সমস্যা সামনে এসেছে। আমি বলব, বিজেপিতে প্রবেশ করা, প্রবেশাধিকার লাভ করা, রেকি করা—এটি একটি নতুন মডেল। শীর্ষ নেতৃত্বকে হত্যা করার ষড়যন্ত্রও ছিল এখানে। পুলিশ সেটি নস্যাৎ করেছে।’
এ বিজেপি নেতা বলেন, ‘সীমান্তের ওপারে, যারা সন্ত্রাস ছড়াতে চায়, তাদের যে কেউ অনলাইনে বিজেপির সদস্য হতে পারে। আমি বলব এটি একটি ত্রুটি কারণ সেখানে অপরাধমূলক রেকর্ড বা পূর্ব ইতিহাস যাচাই করার কোনো ব্যবস্থা নেই। অনলাইনে সদস্যপদ নিচ্ছি, কোনো যাচাই ছাড়াই।’
গত ৯ মে তালিব হোসেনকে জম্মু প্রদেশে দলের আইটি এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বে নিযুক্ত করে বিজেপি। জম্মু ও কাশ্মীরে বিজেপির সংখ্যালঘু মোর্চা থেকে এমন বিবৃতিই দেওয়া হয়েছিল। বিজেপির জম্মু ও কাশ্মীর সভাপতি রবীন্দ্র রায়নাসহ বিজেপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তালিব হোসেন শাহের বেশ কয়েকটি ছবি রয়েছে।
এদিকে জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক টুইটে জানিয়েছেন, তালিব হোসেনকে ধরিয়ে দেওয়ার জন্য রিয়াসি গ্রামবাসীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাঁরা ২ লাখ রুপি পুরস্কার পাবেন।
পুলিশ বলছে, রাজৌরি জেলায় দুটি বিস্ফোরণ এবং একজন বেসামরিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক মাসেরও বেশি সময় ধরে তালিব হোসেন পুলিশের নজরদারিতে ছিলেন।

জম্মু ও কাশ্মীরে আজ রোববার আটক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য তালিব হোসেন শাহ বিজেপির সক্রিয় সদস্য! তিনি জম্মুতে বিজেপির সংখ্যালঘু মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জও ছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তালিব হোসেন ও তাঁর এক সহযোগীকে আজ সকালে জম্মুর রিয়াসি এলাকায় গ্রামবাসীরা আটক করে। তাঁদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
বিজেপি এখন দলের অনলাইন সেলের সদস্য বাছাই ব্যবস্থাকে দায়ী করছে। অতীত ইতিহাস যাচাই না করেই লোকদের নিয়োগ দেওয়ার কারণে এমনটি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বিজেপির মুখপাত্র আরএস পাঠানিয়া এক বিবৃবিতে বলেছেন, ‘এই গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি নতুন সমস্যা সামনে এসেছে। আমি বলব, বিজেপিতে প্রবেশ করা, প্রবেশাধিকার লাভ করা, রেকি করা—এটি একটি নতুন মডেল। শীর্ষ নেতৃত্বকে হত্যা করার ষড়যন্ত্রও ছিল এখানে। পুলিশ সেটি নস্যাৎ করেছে।’
এ বিজেপি নেতা বলেন, ‘সীমান্তের ওপারে, যারা সন্ত্রাস ছড়াতে চায়, তাদের যে কেউ অনলাইনে বিজেপির সদস্য হতে পারে। আমি বলব এটি একটি ত্রুটি কারণ সেখানে অপরাধমূলক রেকর্ড বা পূর্ব ইতিহাস যাচাই করার কোনো ব্যবস্থা নেই। অনলাইনে সদস্যপদ নিচ্ছি, কোনো যাচাই ছাড়াই।’
গত ৯ মে তালিব হোসেনকে জম্মু প্রদেশে দলের আইটি এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বে নিযুক্ত করে বিজেপি। জম্মু ও কাশ্মীরে বিজেপির সংখ্যালঘু মোর্চা থেকে এমন বিবৃতিই দেওয়া হয়েছিল। বিজেপির জম্মু ও কাশ্মীর সভাপতি রবীন্দ্র রায়নাসহ বিজেপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তালিব হোসেন শাহের বেশ কয়েকটি ছবি রয়েছে।
এদিকে জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক টুইটে জানিয়েছেন, তালিব হোসেনকে ধরিয়ে দেওয়ার জন্য রিয়াসি গ্রামবাসীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাঁরা ২ লাখ রুপি পুরস্কার পাবেন।
পুলিশ বলছে, রাজৌরি জেলায় দুটি বিস্ফোরণ এবং একজন বেসামরিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক মাসেরও বেশি সময় ধরে তালিব হোসেন পুলিশের নজরদারিতে ছিলেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৭ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৭ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১০ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে