
ভারতের হিমাচল রাজ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। আর এই নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। অথচ রাজ্যের ক্ষমতায় আছে কংগ্রেস সরকার। আর রাজ্যসভা আসনে জয়ের পর এবার বিজেপি নজর দিয়েছে কংগ্রেস সরকারের পতনের দিকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরই মধ্যে রাজ্যের বিরোধী দলগুলোর বিধায়কেরা বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করেছেন। তাঁরা হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। মূলত রাজ্যসভা নির্বাচনের সময় কতিপয় কংগ্রেস বিধায়ক বিজেপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
রাজ্যসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতা হর্ষ মহাজন বলেছেন, ‘আমাদের সম্ভাবনা খুব কম থাকলেও আমরা জয় তুলে নিয়েছি।’ এদিকে রাজ্যসভা নির্বাচনে হারের পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। সরকারপতনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে হিমাচলের গভর্নর শিব প্রতাপ শুক্লার সঙ্গে দেখা করেছেন বিজেপি ও বিরোধীদলীয় বিধায়কেরা।
হিমাচল বিধানসভার বিরোধীদলীয় নেতা জয়রাম ঠাকুর বলেছেন, ‘কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।’ তিনি অভিযোগ করে বলেছেন, বিরোধী বিধায়কেরা বিধানসভার স্পিকার কুলদীপ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর নিরাপত্তারক্ষীরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা গভর্নরের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছি।’
উল্লেখ্য, ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের আছে ৪০টি আসন। ধারণা করা হচ্ছিল, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী অভিষেক মানু সিংভি সহজেই উতরে যাবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ, কংগ্রেসের ছয় বিধায়ক ও স্বতন্ত্র তিন বিধায়ক বিজেপির হর্ষ মহাজনকে সমর্থন দেন। বিধানসভায় বিজেপির এককভাবে ২৫টি আসন আছে। বিরোধী দলগুলোর সদস্যরাও বিজেপির প্রার্থীকেই ভোট দেন।

ভারতের হিমাচল রাজ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। আর এই নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। অথচ রাজ্যের ক্ষমতায় আছে কংগ্রেস সরকার। আর রাজ্যসভা আসনে জয়ের পর এবার বিজেপি নজর দিয়েছে কংগ্রেস সরকারের পতনের দিকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরই মধ্যে রাজ্যের বিরোধী দলগুলোর বিধায়কেরা বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করেছেন। তাঁরা হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। মূলত রাজ্যসভা নির্বাচনের সময় কতিপয় কংগ্রেস বিধায়ক বিজেপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।
রাজ্যসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতা হর্ষ মহাজন বলেছেন, ‘আমাদের সম্ভাবনা খুব কম থাকলেও আমরা জয় তুলে নিয়েছি।’ এদিকে রাজ্যসভা নির্বাচনে হারের পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। সরকারপতনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে হিমাচলের গভর্নর শিব প্রতাপ শুক্লার সঙ্গে দেখা করেছেন বিজেপি ও বিরোধীদলীয় বিধায়কেরা।
হিমাচল বিধানসভার বিরোধীদলীয় নেতা জয়রাম ঠাকুর বলেছেন, ‘কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।’ তিনি অভিযোগ করে বলেছেন, বিরোধী বিধায়কেরা বিধানসভার স্পিকার কুলদীপ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর নিরাপত্তারক্ষীরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা গভর্নরের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছি।’
উল্লেখ্য, ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের আছে ৪০টি আসন। ধারণা করা হচ্ছিল, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী অভিষেক মানু সিংভি সহজেই উতরে যাবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ, কংগ্রেসের ছয় বিধায়ক ও স্বতন্ত্র তিন বিধায়ক বিজেপির হর্ষ মহাজনকে সমর্থন দেন। বিধানসভায় বিজেপির এককভাবে ২৫টি আসন আছে। বিরোধী দলগুলোর সদস্যরাও বিজেপির প্রার্থীকেই ভোট দেন।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৫ ঘণ্টা আগে