
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।'
কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’
কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।'
কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’
কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে