
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।'
কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’
কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।'
কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’
কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৬ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৮ ঘণ্টা আগে