
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।'
কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’
কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।'
কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’
কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে