
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। ভারতের মোট ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি লোকসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নির্বাচনের এই ধাপের প্রচারণায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিহারে একটি লোকসভা আসনেও হারতে চায় না বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের এই ধাপে ৯৬টি আসনে মোট ১ হাজার ৭১৭ জন প্রার্থী লড়ছেন। এই ধাপের নির্বাচনে হায়দরাবাদ থেকে লড়ছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি, পশ্চিমবঙ্গের বহরমপুরে কংগ্রেস থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী, তাঁর বিপরীতে তৃণমূল থেকে লড়ছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান।
এ ছাড়া, তৃণমূলের আলোচিত নেত্রী মহুয়া মৈত্র ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন থেকে এবং অখিলেশ যাদব উত্তর প্রদেশের কনৌজ থেকে লড়ছেন। এই নির্বাচনের জন্য ১৯ লাখ পোলিং কর্মকর্তা মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে ১ লাখ ৯২ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ধাপে মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার ভোট দেবেন।
এই ধাপে তেলেঙ্গানার ১৭টি আসন, অন্ধ্রপ্রদেশের ২৫ টি, উত্তর প্রদেশের ১৩ টি, বিহারের ৫ টি, ঝাড়খণ্ডের ৪ টি, মধ্যপ্রদেশের ৮ টি, মহারাষ্ট্রের ১১ টি, ওডিশার ৪ টি, পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের এক আসনে ভোটগ্রহণ হচ্ছে।
এদিকে, গতকাল বিহারের রাজধানী পাটনায় এক নির্বাচনী পথসভায় এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স একটি আসনে হারলেও এবার কোনো আসনে হারতে চায় না।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোদি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বিহারে এবারের লোকসভা নির্বাচনে এনডিএ জোট ভূমিধস বিজয় পাবে, এমনকি একটি আসনেও হারবে না। তিনি বলেন, ‘আমি বিহারে আমাদের মিত্রদের সঙ্গে কথা বলেছি। আমরা ২০১৯ সালে একটি আসনে হারলেও এবার একটি আসনেও হয়তো হারব না।’

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। ভারতের মোট ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি লোকসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নির্বাচনের এই ধাপের প্রচারণায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিহারে একটি লোকসভা আসনেও হারতে চায় না বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের এই ধাপে ৯৬টি আসনে মোট ১ হাজার ৭১৭ জন প্রার্থী লড়ছেন। এই ধাপের নির্বাচনে হায়দরাবাদ থেকে লড়ছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি, পশ্চিমবঙ্গের বহরমপুরে কংগ্রেস থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী, তাঁর বিপরীতে তৃণমূল থেকে লড়ছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান।
এ ছাড়া, তৃণমূলের আলোচিত নেত্রী মহুয়া মৈত্র ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন থেকে এবং অখিলেশ যাদব উত্তর প্রদেশের কনৌজ থেকে লড়ছেন। এই নির্বাচনের জন্য ১৯ লাখ পোলিং কর্মকর্তা মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে ১ লাখ ৯২ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ধাপে মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার ভোট দেবেন।
এই ধাপে তেলেঙ্গানার ১৭টি আসন, অন্ধ্রপ্রদেশের ২৫ টি, উত্তর প্রদেশের ১৩ টি, বিহারের ৫ টি, ঝাড়খণ্ডের ৪ টি, মধ্যপ্রদেশের ৮ টি, মহারাষ্ট্রের ১১ টি, ওডিশার ৪ টি, পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের এক আসনে ভোটগ্রহণ হচ্ছে।
এদিকে, গতকাল বিহারের রাজধানী পাটনায় এক নির্বাচনী পথসভায় এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স একটি আসনে হারলেও এবার কোনো আসনে হারতে চায় না।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোদি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বিহারে এবারের লোকসভা নির্বাচনে এনডিএ জোট ভূমিধস বিজয় পাবে, এমনকি একটি আসনেও হারবে না। তিনি বলেন, ‘আমি বিহারে আমাদের মিত্রদের সঙ্গে কথা বলেছি। আমরা ২০১৯ সালে একটি আসনে হারলেও এবার একটি আসনেও হয়তো হারব না।’

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
৭ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
১ ঘণ্টা আগে