প্রতিনিধি, কলকাতা

ভারত সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করতে পারে ভারতীয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রমন।
আজ সোমবার প্রধান বিচারপতি এন ভি রমন বলেন, সরকারের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা আদালতের নেই। ভারতের বেশ কিছু ট্রাইব্যুনালে প্রচুর শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ পূরণে সরকারের দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এন ভি রমন, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের করা মামলার পরিপ্রেক্ষিতে ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বলেন, ‘সরকারের বিচার ব্যবস্থার প্রতি কোনো শ্রদ্ধা নেই। তোমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ।’
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কর্মকাণ্ডে ফের অসন্তোষ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। সলিসিটার জেনারেল আদালতকে জানান, ‘সরকার আদালতের সঙ্গে সংঘাতে যেতে চায় না।’ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমরাও সংঘাতে যাচ্ছি না। তবে আমরা হতাশ।’
আদালতকে তুষার মেহতা জানান, দু মাসের মধ্যেই অর্থমন্ত্রী ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছেন। এতে ডিভিশন বেঞ্চের ক্ষোভ আরও বাড়ে। আদালত স্মরণ করিয়ে দেন দু বছর ধরেই তাঁরা একই কথা শুনে আসছেন। তাই সাত দিন সময় বেঁধে দেন তাঁরা।
বিচারপতি রাওয়ের মতে, সরকার ট্রাইব্যুনালের সদস্যদের নিয়োগ না করে সংশ্লিষ্ট আইনকেই দুর্বল করে দিচ্ছে। বিচারপতি চন্দ্রচূড়ও সলিসিটার জেনারেলকে সরকারি কাজকর্মে নিজেদের হতাশার কথা বলেন।
প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইন জিইয়ে রেখে নিয়োগ পরীক্ষা দ্রুত শেষ করুন, অথবা আমরা বন্ধ করে দিই সমস্ত ট্রাইব্যুনাল। নতুবা আমরাই নিয়োগ করব। তিনটের একটাও না হলে আদালত আপনাদের (সরকার) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে।’

ভারত সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করতে পারে ভারতীয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রমন।
আজ সোমবার প্রধান বিচারপতি এন ভি রমন বলেন, সরকারের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা আদালতের নেই। ভারতের বেশ কিছু ট্রাইব্যুনালে প্রচুর শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ পূরণে সরকারের দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এন ভি রমন, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের করা মামলার পরিপ্রেক্ষিতে ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে বলেন, ‘সরকারের বিচার ব্যবস্থার প্রতি কোনো শ্রদ্ধা নেই। তোমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ।’
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কর্মকাণ্ডে ফের অসন্তোষ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। সলিসিটার জেনারেল আদালতকে জানান, ‘সরকার আদালতের সঙ্গে সংঘাতে যেতে চায় না।’ এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আমরাও সংঘাতে যাচ্ছি না। তবে আমরা হতাশ।’
আদালতকে তুষার মেহতা জানান, দু মাসের মধ্যেই অর্থমন্ত্রী ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছেন। এতে ডিভিশন বেঞ্চের ক্ষোভ আরও বাড়ে। আদালত স্মরণ করিয়ে দেন দু বছর ধরেই তাঁরা একই কথা শুনে আসছেন। তাই সাত দিন সময় বেঁধে দেন তাঁরা।
বিচারপতি রাওয়ের মতে, সরকার ট্রাইব্যুনালের সদস্যদের নিয়োগ না করে সংশ্লিষ্ট আইনকেই দুর্বল করে দিচ্ছে। বিচারপতি চন্দ্রচূড়ও সলিসিটার জেনারেলকে সরকারি কাজকর্মে নিজেদের হতাশার কথা বলেন।
প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইন জিইয়ে রেখে নিয়োগ পরীক্ষা দ্রুত শেষ করুন, অথবা আমরা বন্ধ করে দিই সমস্ত ট্রাইব্যুনাল। নতুবা আমরাই নিয়োগ করব। তিনটের একটাও না হলে আদালত আপনাদের (সরকার) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে।’

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৬ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৭ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৮ ঘণ্টা আগে