
ভারতের উত্তর প্রদেশে বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় তাঁকে হত্যা করে ভাই। এরপর বোনের কাটা মুণ্ডু নিয়ে হাজির হন থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঁকি জেলার ফতেহপুরের মিতওয়ারা গ্রামে। পুলিশ এ ঘটনায় ভাই রিয়াজকে (২২) গ্রেপ্তার করেছে। রিয়াজ নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বোন আশফিয়ার (১৮) প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয় ভাই রিয়াজের সঙ্গে। একপর্যায়ে কথা-কাটাকাটির রূপ নেয় সহিংসতায়। পরে রিয়াজ তাঁর বোন আশফিয়ার দেহ থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করে ফেলেন।
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্রা জানান, রিয়াজ একটি ধারালো অস্ত্রের সাহায্যে তাঁর বোনের মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে সেই মুণ্ডু নিজ হাতে করে পুলিশ স্টেশনে আসেন রিয়াজ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আশুতোষ মিশ্রা আরও জানান, আশফিয়া কিছুদিন আগে চাঁদ বাবু নামে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় আশফিয়ার পরিবার চাঁদ বাবুর বিরুদ্ধে মামলা করেন। তাঁরা দুজন একই গ্রামের বাসিন্দা। ঘটনা কয়েক দিন পর পুলিশ আশফিয়া ও তাঁর প্রেমিককে উদ্ধার করে এবং চাঁদ মিয়াকে জেলে প্রেরণ করে।
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ শুরু থেকেই আশফিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টির বিরোধিতা করে আসছিলেন। বিষয়টি নিয়ে দুই ভাইবোন প্রায়ই ঝগড়া করে আসছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশে বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় তাঁকে হত্যা করে ভাই। এরপর বোনের কাটা মুণ্ডু নিয়ে হাজির হন থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঁকি জেলার ফতেহপুরের মিতওয়ারা গ্রামে। পুলিশ এ ঘটনায় ভাই রিয়াজকে (২২) গ্রেপ্তার করেছে। রিয়াজ নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বোন আশফিয়ার (১৮) প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয় ভাই রিয়াজের সঙ্গে। একপর্যায়ে কথা-কাটাকাটির রূপ নেয় সহিংসতায়। পরে রিয়াজ তাঁর বোন আশফিয়ার দেহ থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করে ফেলেন।
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্রা জানান, রিয়াজ একটি ধারালো অস্ত্রের সাহায্যে তাঁর বোনের মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে সেই মুণ্ডু নিজ হাতে করে পুলিশ স্টেশনে আসেন রিয়াজ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আশুতোষ মিশ্রা আরও জানান, আশফিয়া কিছুদিন আগে চাঁদ বাবু নামে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় আশফিয়ার পরিবার চাঁদ বাবুর বিরুদ্ধে মামলা করেন। তাঁরা দুজন একই গ্রামের বাসিন্দা। ঘটনা কয়েক দিন পর পুলিশ আশফিয়া ও তাঁর প্রেমিককে উদ্ধার করে এবং চাঁদ মিয়াকে জেলে প্রেরণ করে।
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ শুরু থেকেই আশফিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টির বিরোধিতা করে আসছিলেন। বিষয়টি নিয়ে দুই ভাইবোন প্রায়ই ঝগড়া করে আসছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৩ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৪ ঘণ্টা আগে