আজকের পত্রিকা ডেস্ক

ভারতের বিহারের বুদ্ধগয়ায় হোমগার্ডের (স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী) নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। শারীরিক পরীক্ষার সময় জ্ঞান হারান তিনি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বুদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ডের নিয়োগ প্রক্রিয়ার সময় শারীরিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে দৌড়ানোর সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।
পরীক্ষা আয়োজকেরা দ্রুত তাঁকে সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ওই নারী অভিযোগ করেন, অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে।
তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনা তদন্তে দ্রুত বিশেষ তদন্ত দল (এসআইটি) ও ফরেনসিক টিম গঠন করা হয়। এফআইআর করার ঘণ্টাখানেকের মধ্যে অ্যাম্বুলেন্সচালক বিনয় কুমার এবং ভেতরে থাকা টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে অ্যাম্বুলেন্সটির গতিপথ ও সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সংসদ সদস্য চিরাগ পাসোয়ান। তিনি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে রাজ্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি এনডিটিভিকে বলেন, ‘আমি দুঃখিত, আমি এমন এক সরকারকে সমর্থন দিচ্ছি, যার আমলে অপরাধ ভয়াবহ আকার নিয়েছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরি; না হলে পরিণতি ভয়াবহ হবে। এখানে মানুষের জীবনের সঙ্গে খেলা করা হচ্ছে।’

ভারতের বিহারের বুদ্ধগয়ায় হোমগার্ডের (স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী) নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। শারীরিক পরীক্ষার সময় জ্ঞান হারান তিনি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বুদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ডের নিয়োগ প্রক্রিয়ার সময় শারীরিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে দৌড়ানোর সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।
পরীক্ষা আয়োজকেরা দ্রুত তাঁকে সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ওই নারী অভিযোগ করেন, অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে।
তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনা তদন্তে দ্রুত বিশেষ তদন্ত দল (এসআইটি) ও ফরেনসিক টিম গঠন করা হয়। এফআইআর করার ঘণ্টাখানেকের মধ্যে অ্যাম্বুলেন্সচালক বিনয় কুমার এবং ভেতরে থাকা টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে অ্যাম্বুলেন্সটির গতিপথ ও সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সংসদ সদস্য চিরাগ পাসোয়ান। তিনি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে রাজ্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি এনডিটিভিকে বলেন, ‘আমি দুঃখিত, আমি এমন এক সরকারকে সমর্থন দিচ্ছি, যার আমলে অপরাধ ভয়াবহ আকার নিয়েছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরি; না হলে পরিণতি ভয়াবহ হবে। এখানে মানুষের জীবনের সঙ্গে খেলা করা হচ্ছে।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে