আজকের পত্রিকা ডেস্ক

ভারতের বিহারের বুদ্ধগয়ায় হোমগার্ডের (স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী) নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। শারীরিক পরীক্ষার সময় জ্ঞান হারান তিনি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বুদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ডের নিয়োগ প্রক্রিয়ার সময় শারীরিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে দৌড়ানোর সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।
পরীক্ষা আয়োজকেরা দ্রুত তাঁকে সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ওই নারী অভিযোগ করেন, অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে।
তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনা তদন্তে দ্রুত বিশেষ তদন্ত দল (এসআইটি) ও ফরেনসিক টিম গঠন করা হয়। এফআইআর করার ঘণ্টাখানেকের মধ্যে অ্যাম্বুলেন্সচালক বিনয় কুমার এবং ভেতরে থাকা টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে অ্যাম্বুলেন্সটির গতিপথ ও সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সংসদ সদস্য চিরাগ পাসোয়ান। তিনি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে রাজ্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি এনডিটিভিকে বলেন, ‘আমি দুঃখিত, আমি এমন এক সরকারকে সমর্থন দিচ্ছি, যার আমলে অপরাধ ভয়াবহ আকার নিয়েছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরি; না হলে পরিণতি ভয়াবহ হবে। এখানে মানুষের জীবনের সঙ্গে খেলা করা হচ্ছে।’

ভারতের বিহারের বুদ্ধগয়ায় হোমগার্ডের (স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী) নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণী। শারীরিক পরীক্ষার সময় জ্ঞান হারান তিনি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বুদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ডের নিয়োগ প্রক্রিয়ার সময় শারীরিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে দৌড়ানোর সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।
পরীক্ষা আয়োজকেরা দ্রুত তাঁকে সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ওই নারী অভিযোগ করেন, অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে।
তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনা তদন্তে দ্রুত বিশেষ তদন্ত দল (এসআইটি) ও ফরেনসিক টিম গঠন করা হয়। এফআইআর করার ঘণ্টাখানেকের মধ্যে অ্যাম্বুলেন্সচালক বিনয় কুমার এবং ভেতরে থাকা টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে অ্যাম্বুলেন্সটির গতিপথ ও সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সংসদ সদস্য চিরাগ পাসোয়ান। তিনি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে রাজ্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি এনডিটিভিকে বলেন, ‘আমি দুঃখিত, আমি এমন এক সরকারকে সমর্থন দিচ্ছি, যার আমলে অপরাধ ভয়াবহ আকার নিয়েছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরি; না হলে পরিণতি ভয়াবহ হবে। এখানে মানুষের জীবনের সঙ্গে খেলা করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে