আজকের পত্রিকা ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্কে ভারতীয় অর্থনীতি যে বড়সড় চাপে পড়েছে তা আর গোপন নেই। একের পর এক আক্রমণ করে চলেছেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি, ফলে কার্যত ৫০ শতাংশে পৌঁছে গেছে আমেরিকার শুল্ক-শাস্তি। এর পর থেকেই ভারতীয় পণ্যের ওপর বিদেশি বাজারে চাপ তৈরি হয়েছে, কমেছে রপ্তানি, ধাক্কা খেয়েছে উৎপাদন ও চাহিদা।
পরিস্থিতির কথা ভেবে ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছিলেন, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এর কাঠামোতে বড় রদবদল আসতে চলেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটি কাউন্সিল আগের চার স্তরের কাঠামো তুলে দিয়ে দুই স্তরের নতুন হার নির্ধারণ করেছে যথাক্রমে—৫ ও ১৮ শতাংশ। তবে সিগারেটের মতো ‘ক্ষতিকর’ পণ্যের জন্য আলাদা ৪০ শতাংশ কর থাকবে।
এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে খাবারদাবার, স্কুলের সরঞ্জাম, বিমা এবং দৈনন্দিন প্রয়োজনীয় অনেক পণ্য সস্তা হবে। বিশেষ করে এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উৎসব মৌসুমে কম দামে পাওয়া যাবে। অন্যদিকে আমদানি করা মদ ও বিলাসবহুল গাড়ি আরও দামি হবে। ঘোষণাটির পরই ভারতের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, এই করছাড় সরকারের জন্য প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। তবুও ভোক্তা খরচ বাড়ার কারণে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কোটাক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রীপাল শাহের মতে, ‘ভোক্তা ব্যয় ভারতের মোট দেশজ উৎপাদনের প্রায় ৬০ শতাংশ। তাই করছাড় সরাসরি চাহিদা বাড়াবে, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিক্রি বাড়বে এবং করপোরেট আয়ে সুফল মিলতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও এটি সহায়ক হতে পারে।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, ভারতের নতুন কর হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে। এই সময়টিতেই ভারতে উৎসব মৌসুম শুরু হবে এবং বাজারে বিক্রি বেড়ে যাবে। এর আগে চলতি বাজেটে সরকার ১২ বিলিয়ন ডলারের আয়কর ছাড় দিয়েছিল এবং সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ঋণের সুদের হার কমিয়েছে।
এদিকে রাজ্য সরকারগুলো, যারা জিএসটি-এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, ভোক্তা ব্যয় বৃদ্ধি সেই ক্ষতি পুষিয়ে দেবে এবং সামগ্রিক প্রবৃদ্ধি বাড়াবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই করছাড় যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের আঘাত সামাল দিতেও ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ভারতের তেল কেনার কারণে সাধারণ ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং নিষেধাজ্ঞা আরও বাড়ানোর হুমকি দিয়েছে।
২০১৭ সালে চালু হওয়া জিএসটি ভারতের করব্যবস্থায় ঐক্য এনেছিল। তবে জটিল কাঠামো ও নানা ছাড়ের কারণে সমালোচিত ছিল। এবারের সংস্কারে সেই জটিলতা কমবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন—এই সংস্কার কৃষক, নারী, যুবক, মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্কে ভারতীয় অর্থনীতি যে বড়সড় চাপে পড়েছে তা আর গোপন নেই। একের পর এক আক্রমণ করে চলেছেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি, ফলে কার্যত ৫০ শতাংশে পৌঁছে গেছে আমেরিকার শুল্ক-শাস্তি। এর পর থেকেই ভারতীয় পণ্যের ওপর বিদেশি বাজারে চাপ তৈরি হয়েছে, কমেছে রপ্তানি, ধাক্কা খেয়েছে উৎপাদন ও চাহিদা।
পরিস্থিতির কথা ভেবে ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছিলেন, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এর কাঠামোতে বড় রদবদল আসতে চলেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটি কাউন্সিল আগের চার স্তরের কাঠামো তুলে দিয়ে দুই স্তরের নতুন হার নির্ধারণ করেছে যথাক্রমে—৫ ও ১৮ শতাংশ। তবে সিগারেটের মতো ‘ক্ষতিকর’ পণ্যের জন্য আলাদা ৪০ শতাংশ কর থাকবে।
এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে খাবারদাবার, স্কুলের সরঞ্জাম, বিমা এবং দৈনন্দিন প্রয়োজনীয় অনেক পণ্য সস্তা হবে। বিশেষ করে এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উৎসব মৌসুমে কম দামে পাওয়া যাবে। অন্যদিকে আমদানি করা মদ ও বিলাসবহুল গাড়ি আরও দামি হবে। ঘোষণাটির পরই ভারতের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, এই করছাড় সরকারের জন্য প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। তবুও ভোক্তা খরচ বাড়ার কারণে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কোটাক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রীপাল শাহের মতে, ‘ভোক্তা ব্যয় ভারতের মোট দেশজ উৎপাদনের প্রায় ৬০ শতাংশ। তাই করছাড় সরাসরি চাহিদা বাড়াবে, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিক্রি বাড়বে এবং করপোরেট আয়ে সুফল মিলতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও এটি সহায়ক হতে পারে।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, ভারতের নতুন কর হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে। এই সময়টিতেই ভারতে উৎসব মৌসুম শুরু হবে এবং বাজারে বিক্রি বেড়ে যাবে। এর আগে চলতি বাজেটে সরকার ১২ বিলিয়ন ডলারের আয়কর ছাড় দিয়েছিল এবং সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ঋণের সুদের হার কমিয়েছে।
এদিকে রাজ্য সরকারগুলো, যারা জিএসটি-এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, ভোক্তা ব্যয় বৃদ্ধি সেই ক্ষতি পুষিয়ে দেবে এবং সামগ্রিক প্রবৃদ্ধি বাড়াবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই করছাড় যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের আঘাত সামাল দিতেও ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ভারতের তেল কেনার কারণে সাধারণ ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং নিষেধাজ্ঞা আরও বাড়ানোর হুমকি দিয়েছে।
২০১৭ সালে চালু হওয়া জিএসটি ভারতের করব্যবস্থায় ঐক্য এনেছিল। তবে জটিল কাঠামো ও নানা ছাড়ের কারণে সমালোচিত ছিল। এবারের সংস্কারে সেই জটিলতা কমবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন—এই সংস্কার কৃষক, নারী, যুবক, মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।

বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ কর’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
৩১ মিনিট আগে
ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মূলত সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১২ ঘণ্টা আগে