
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি ২০২৩-২৪ অর্থবছরে ভারতের অন্তত ৭৫০ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে বিভিন্ন প্রকল্পে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডি সাতটি প্রকল্পে ৭৫০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বর্তমানে, ভারত সরকারের সঙ্গে অংশীদারত্বে ইউএসএআইডি আনুমানিক ৭৫০ মিলিয়ন ডলারের মোট বাজেটের সাতটি প্রকল্প বাস্তবায়ন করছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর (২০২৩-২৪ অর্থবছরে) ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, বরং অর্থায়ন করা হয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, নবায়নযোগ্য জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে। এ ছাড়া, টেকসই বন ও জলবায়ু অভিযোজন কর্মসূচি এবং জ্বালানি দক্ষতা প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন প্রকল্পেও তহবিল দেওয়া হয়েছে।
ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা প্রদান শুরু হয় ১৯৫১ সালে এবং এটি মূলত ইউএসএআইডির মাধ্যমে পরিচালিত হয়। শুরু থেকে ইউএসএআইডি ভারতের বিভিন্ন খাতে ৫৫৫ টিরও বেশি প্রকল্পে মোট ১৭ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক সহায়তা দিয়েছে।
চলতি মাসের শুরুতে ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি কর্মদক্ষতা বিভাগ (ডিওজিই) ঘোষণা করে যে, তারা ভারতের ‘ভোটার উপস্থিতি বাড়ানোর’ জন্য বরাদ্দকৃত ২১ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করেছে। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইউএসএআইডি আগের প্রশাসন, অর্থাৎ জো বাইডেনের নেতৃত্বে সরকারের সময় ভারতে ‘ভোটার উপস্থিতি বাড়ানোর’ জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল।
এরপর, গত শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রশাসনের দেওয়া এই তথ্য ‘উদ্বেগজনক’ এবং সরকার বিষয়টি খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, ইউএসএআইডিকে ভারতে ‘সৎ উদ্দেশ্যে, সৎ কাজের’ অনুমতি দেওয়া হয়েছিল। অথচ আমেরিকা থেকেই এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, ‘কিছু কর্মকাণ্ড অসৎ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।’
পরে গতকাল রোববার কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলে, তারা ‘আমেরিকা থেকে ছড়ানো ভুয়া খবর’ প্রচার করে ‘দেশবিরোধী কাজ’ করছে। কংগ্রেসের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জয়শঙ্করকে জবাব দিতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্ক বারবার ভারতকে ‘অপমান’ করলেও কেন সরকার নীরব?
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘বিজেপি মিথ্যাবাদী ও অশিক্ষিতদের একটি দল। বিজেপি ও তাদের চাটুকাররা যে ২১ মিলিয়ন ডলারের ব্যাপারে উচ্ছ্বাস করছিল, সেটি যে মিথ্যা খবর ছিল, তা প্রমাণিত হয়েছে। ২০২২ সালে দেওয়া এই ২১ মিলিয়ন ডলার ভারতের জন্য নয়, বরং বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি ২০২৩-২৪ অর্থবছরে ভারতের অন্তত ৭৫০ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে বিভিন্ন প্রকল্পে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডি সাতটি প্রকল্পে ৭৫০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বর্তমানে, ভারত সরকারের সঙ্গে অংশীদারত্বে ইউএসএআইডি আনুমানিক ৭৫০ মিলিয়ন ডলারের মোট বাজেটের সাতটি প্রকল্প বাস্তবায়ন করছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর (২০২৩-২৪ অর্থবছরে) ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, বরং অর্থায়ন করা হয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, নবায়নযোগ্য জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে। এ ছাড়া, টেকসই বন ও জলবায়ু অভিযোজন কর্মসূচি এবং জ্বালানি দক্ষতা প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন প্রকল্পেও তহবিল দেওয়া হয়েছে।
ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা প্রদান শুরু হয় ১৯৫১ সালে এবং এটি মূলত ইউএসএআইডির মাধ্যমে পরিচালিত হয়। শুরু থেকে ইউএসএআইডি ভারতের বিভিন্ন খাতে ৫৫৫ টিরও বেশি প্রকল্পে মোট ১৭ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক সহায়তা দিয়েছে।
চলতি মাসের শুরুতে ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি কর্মদক্ষতা বিভাগ (ডিওজিই) ঘোষণা করে যে, তারা ভারতের ‘ভোটার উপস্থিতি বাড়ানোর’ জন্য বরাদ্দকৃত ২১ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করেছে। পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইউএসএআইডি আগের প্রশাসন, অর্থাৎ জো বাইডেনের নেতৃত্বে সরকারের সময় ভারতে ‘ভোটার উপস্থিতি বাড়ানোর’ জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল।
এরপর, গত শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রশাসনের দেওয়া এই তথ্য ‘উদ্বেগজনক’ এবং সরকার বিষয়টি খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, ইউএসএআইডিকে ভারতে ‘সৎ উদ্দেশ্যে, সৎ কাজের’ অনুমতি দেওয়া হয়েছিল। অথচ আমেরিকা থেকেই এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, ‘কিছু কর্মকাণ্ড অসৎ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।’
পরে গতকাল রোববার কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলে, তারা ‘আমেরিকা থেকে ছড়ানো ভুয়া খবর’ প্রচার করে ‘দেশবিরোধী কাজ’ করছে। কংগ্রেসের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জয়শঙ্করকে জবাব দিতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্ক বারবার ভারতকে ‘অপমান’ করলেও কেন সরকার নীরব?
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘বিজেপি মিথ্যাবাদী ও অশিক্ষিতদের একটি দল। বিজেপি ও তাদের চাটুকাররা যে ২১ মিলিয়ন ডলারের ব্যাপারে উচ্ছ্বাস করছিল, সেটি যে মিথ্যা খবর ছিল, তা প্রমাণিত হয়েছে। ২০২২ সালে দেওয়া এই ২১ মিলিয়ন ডলার ভারতের জন্য নয়, বরং বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছিল।’

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৪ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে