প্রতিনিধি, কলকাতা

বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।
শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।
সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ।
তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।

বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।
শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।
সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ।
তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।

রেনেসাঁ যুগের মহাবিস্ময় লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে যুক্ত একটি শিল্পকর্মে তাঁর ডিএনএ–এর সম্ভাব্য উপস্থিতির দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘ এক দশকের গবেষণার ফল হিসেবে এই আবিষ্কারকে তাঁরা ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে দেখছেন।
৪ ঘণ্টা আগে
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা চালানো হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল মঙ্গলবার দেশটির নবগঠিত ‘ইরানি প্রতিরক্ষা পরিষদ’ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং
৬ ঘণ্টা আগে
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে আজ বুধবার পর্যন্ত দুই নারী-শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া শুধু যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ন্যাটো, ইউক্রেন যুদ্ধ এবং নিজের ভূমিকা নিয়ে একাধিক দাবি করেন।
৬ ঘণ্টা আগে