প্রতিনিধি, কলকাতা

বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।
শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।
সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ।
তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।

বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।
শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।
সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ।
তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
৮ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর দেশটির প্রশাসনের বাকি সদস্যরা যদি পরিস্থিতি ‘ঠিকঠাক’ করার কাজে সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র সেখানে আবারও সামরিক হামলা চালাতে পারে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দেবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে ‘তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি তাঁকে ‘খুশি করতে’ চেয়েছিল।
১ ঘণ্টা আগে