
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে আমেরিকা। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তারা। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের এখনো সময় আছে। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মোদির যেকোনো প্রচেষ্টা ও কথা বলার স্বাধীনতা দেবে যুক্তরাষ্ট্র।’
জন কিরবি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে, এমন যেকোনো প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে।’
এদিকে ইউক্রেন গতকাল বলেছে, যুদ্ধের এক বছরের মাথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরের ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পরপর ইউক্রেনে রুশ বিমান হামলা জোরদার হয়েছে।
গত বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘এ যুগ যুদ্ধের নয়। আমি টেলিফোনে এ সম্পর্কে আপনার (পুতিন) সঙ্গে কথা বলেছি। আজ আমরা শান্তির পথে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে কথা বলার সুযোগ পাব।’
ইউক্রেনজুড়ে ধ্বংসযজ্ঞের জন্য পুতিন দায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিরবি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চলছে, আর দেশটির মানুষ যে ভোগান্তি পোহাচ্ছে—এর জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। তিনি এখনই এ যুদ্ধ বন্ধ করতে পারেন। কিন্তু তিনি উল্টো ইউক্রেনের বিদ্যুৎ ও শক্তিকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন। এতে ইউক্রেনের মানুষ আরও দুর্ভোগে পড়ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে আমেরিকা। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তারা। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের এখনো সময় আছে। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মোদির যেকোনো প্রচেষ্টা ও কথা বলার স্বাধীনতা দেবে যুক্তরাষ্ট্র।’
জন কিরবি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে, এমন যেকোনো প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে।’
এদিকে ইউক্রেন গতকাল বলেছে, যুদ্ধের এক বছরের মাথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরের ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পরপর ইউক্রেনে রুশ বিমান হামলা জোরদার হয়েছে।
গত বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘এ যুগ যুদ্ধের নয়। আমি টেলিফোনে এ সম্পর্কে আপনার (পুতিন) সঙ্গে কথা বলেছি। আজ আমরা শান্তির পথে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে কথা বলার সুযোগ পাব।’
ইউক্রেনজুড়ে ধ্বংসযজ্ঞের জন্য পুতিন দায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিরবি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চলছে, আর দেশটির মানুষ যে ভোগান্তি পোহাচ্ছে—এর জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। তিনি এখনই এ যুদ্ধ বন্ধ করতে পারেন। কিন্তু তিনি উল্টো ইউক্রেনের বিদ্যুৎ ও শক্তিকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন। এতে ইউক্রেনের মানুষ আরও দুর্ভোগে পড়ছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৬ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
১০ ঘণ্টা আগে