আজকের পত্রিকা ডেস্ক

ভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর এক সময়ের নির্ভরযোগ্য যুদ্ধবিমান মিগ-২১ আগামী সেপ্টেম্বরের মধ্যে সক্রিয় পরিষেবা থেকে অবসরে যাচ্ছে। এর জায়গা নেবে নতুন ও দ্রুতগামী তেজস এমকে১এ যুদ্ধবিমান।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি মিগ-২১ বিমান অবশিষ্ট আছে। মিগ-২১ যুদ্ধবিমান প্রথম ১৯৬৩ সালে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করে। রুশ নির্মিত এই যুদ্ধবিমান ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বিমানবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। এরপর ভারত সুখোই-৩০ এমকেআই বিমানগুলো বহরে যুক্ত করে।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ভারতের ৪ নম্বর স্কোয়াড্রনের মিগ-২১ যুদ্ধবিমানগুলো রাজস্থানের বারমের শহরের ওপর দিয়ে শেষবারের মতো উড়েছিল। তৎকালীন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেছিলেন, ‘আমরা ২০২৫ সালের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমান উড়ানো বন্ধ করব এবং সেগুলোকে এলসিএ মার্ক-১এ দিয়ে প্রতিস্থাপন করব।’
তারও আগে, ২০২২ সালের জুলাইয়ে ভারতীয় বিমানবাহিনী মিগ-২১ এর অবশিষ্ট চারটি স্কোয়াড্রন অবসরে পাঠানোর জন্য তিন বছরের সময়সীমা নিশ্চিত করে। এই পরিকল্পনায় ২০২৭ সালের মধ্যে মিগ-২৯ বিমানগুলোও অবসরে পাঠানোর কথা রয়েছে।
এই সিরিজের বিমানগুলোর সঙ্গে জড়িত অসংখ্য দুর্ঘটনার পর মিগ-২১ বহর অবসরে যাচ্ছে। সর্বশেষ, ২০২৩ সালের মে মাসে রাজস্থানে এক দুর্ঘটনায় তিন গ্রামবাসী নিহত হয়। ওই দিন বিধ্বস্ত মিগ-২১ বিমানটি সুরাতগড় বিমানঘাঁটি থেকে নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। এরপর এটি রাজস্থানের হনুমানগড়ের বাহলুল নগরের কাছে ‘কারিগরি ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনার পর বিমানবাহিনী সম্পূর্ণ মিগ-২১ বহরকে গ্রাউন্ডেড করেছিল।

ভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর এক সময়ের নির্ভরযোগ্য যুদ্ধবিমান মিগ-২১ আগামী সেপ্টেম্বরের মধ্যে সক্রিয় পরিষেবা থেকে অবসরে যাচ্ছে। এর জায়গা নেবে নতুন ও দ্রুতগামী তেজস এমকে১এ যুদ্ধবিমান।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি মিগ-২১ বিমান অবশিষ্ট আছে। মিগ-২১ যুদ্ধবিমান প্রথম ১৯৬৩ সালে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করে। রুশ নির্মিত এই যুদ্ধবিমান ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বিমানবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। এরপর ভারত সুখোই-৩০ এমকেআই বিমানগুলো বহরে যুক্ত করে।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ভারতের ৪ নম্বর স্কোয়াড্রনের মিগ-২১ যুদ্ধবিমানগুলো রাজস্থানের বারমের শহরের ওপর দিয়ে শেষবারের মতো উড়েছিল। তৎকালীন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেছিলেন, ‘আমরা ২০২৫ সালের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমান উড়ানো বন্ধ করব এবং সেগুলোকে এলসিএ মার্ক-১এ দিয়ে প্রতিস্থাপন করব।’
তারও আগে, ২০২২ সালের জুলাইয়ে ভারতীয় বিমানবাহিনী মিগ-২১ এর অবশিষ্ট চারটি স্কোয়াড্রন অবসরে পাঠানোর জন্য তিন বছরের সময়সীমা নিশ্চিত করে। এই পরিকল্পনায় ২০২৭ সালের মধ্যে মিগ-২৯ বিমানগুলোও অবসরে পাঠানোর কথা রয়েছে।
এই সিরিজের বিমানগুলোর সঙ্গে জড়িত অসংখ্য দুর্ঘটনার পর মিগ-২১ বহর অবসরে যাচ্ছে। সর্বশেষ, ২০২৩ সালের মে মাসে রাজস্থানে এক দুর্ঘটনায় তিন গ্রামবাসী নিহত হয়। ওই দিন বিধ্বস্ত মিগ-২১ বিমানটি সুরাতগড় বিমানঘাঁটি থেকে নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। এরপর এটি রাজস্থানের হনুমানগড়ের বাহলুল নগরের কাছে ‘কারিগরি ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনার পর বিমানবাহিনী সম্পূর্ণ মিগ-২১ বহরকে গ্রাউন্ডেড করেছিল।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৭ ঘণ্টা আগে