Ajker Patrika

ভারী বর্ষণে জলমগ্ন দিল্লি, সড়ক-আকাশপথে চলাচল ব্যাহত

কলকাতা সংবাদদাতা
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬: ৪৯
ভারী বর্ষণে জলমগ্ন দিল্লি, সড়ক-আকাশপথে চলাচল ব্যাহত
জলমগ্ন দিল্লির রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের রাজধানী দিল্লিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তাপপ্রবাহের পর এই বৃষ্টি আপাত স্বস্তি দিলেও তা এখন রূপ নিচ্ছে নতুন দুর্ভোগে। বৃষ্টির জেরে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশ পথে চলাচলও ব্যাহত হচ্ছে।

দিল্লি এনসিআরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক, যেমন—মহিপালপুর, দক্ষিণ দিল্লির মুনিরকা, গাজিপুর, আর কে পুরম ও আইটিও চত্বরে জল জমে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বহু অফিসযাত্রী ও স্কুলপড়ুয়া সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। শহরের কিছু অংশে গাছ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, যার ফলে বিদ্যুৎ পরিষেবাও কোথাও কোথাও ব্যাহত হয়েছে।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে ১৪টি বিমান দিল্লি থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লিমুখী ফ্লাইটগুলোর গন্তব্য পরিবর্তন করে জয়পুর, লক্ষ্ণৌ, অমৃতসর ও আহমেদাবাদে অবতরণ করানো হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ে কিংবা পৌঁছায়।

মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন এবং দিল্লি পুলিশের ট্র্যাফিক বিভাগ নাগরিকদের জলমগ্ন ও নিচু রাস্তাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। বাসিন্দাদের কাছে অপ্রয়োজনে রাস্তায় না বেরোতে বারবার সতর্কতা বার্তা পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত