কলকাতা সংবাদদাতা

ভারতের রাজধানী দিল্লিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তাপপ্রবাহের পর এই বৃষ্টি আপাত স্বস্তি দিলেও তা এখন রূপ নিচ্ছে নতুন দুর্ভোগে। বৃষ্টির জেরে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশ পথে চলাচলও ব্যাহত হচ্ছে।
দিল্লি এনসিআরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক, যেমন—মহিপালপুর, দক্ষিণ দিল্লির মুনিরকা, গাজিপুর, আর কে পুরম ও আইটিও চত্বরে জল জমে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বহু অফিসযাত্রী ও স্কুলপড়ুয়া সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। শহরের কিছু অংশে গাছ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, যার ফলে বিদ্যুৎ পরিষেবাও কোথাও কোথাও ব্যাহত হয়েছে।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে ১৪টি বিমান দিল্লি থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লিমুখী ফ্লাইটগুলোর গন্তব্য পরিবর্তন করে জয়পুর, লক্ষ্ণৌ, অমৃতসর ও আহমেদাবাদে অবতরণ করানো হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ে কিংবা পৌঁছায়।
মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন এবং দিল্লি পুলিশের ট্র্যাফিক বিভাগ নাগরিকদের জলমগ্ন ও নিচু রাস্তাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। বাসিন্দাদের কাছে অপ্রয়োজনে রাস্তায় না বেরোতে বারবার সতর্কতা বার্তা পাঠানো হচ্ছে।

ভারতের রাজধানী দিল্লিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তাপপ্রবাহের পর এই বৃষ্টি আপাত স্বস্তি দিলেও তা এখন রূপ নিচ্ছে নতুন দুর্ভোগে। বৃষ্টির জেরে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশ পথে চলাচলও ব্যাহত হচ্ছে।
দিল্লি এনসিআরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক, যেমন—মহিপালপুর, দক্ষিণ দিল্লির মুনিরকা, গাজিপুর, আর কে পুরম ও আইটিও চত্বরে জল জমে যাওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বহু অফিসযাত্রী ও স্কুলপড়ুয়া সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। শহরের কিছু অংশে গাছ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, যার ফলে বিদ্যুৎ পরিষেবাও কোথাও কোথাও ব্যাহত হয়েছে।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে ১৪টি বিমান দিল্লি থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লিমুখী ফ্লাইটগুলোর গন্তব্য পরিবর্তন করে জয়পুর, লক্ষ্ণৌ, অমৃতসর ও আহমেদাবাদে অবতরণ করানো হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ে কিংবা পৌঁছায়।
মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তার সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন এবং দিল্লি পুলিশের ট্র্যাফিক বিভাগ নাগরিকদের জলমগ্ন ও নিচু রাস্তাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। বাসিন্দাদের কাছে অপ্রয়োজনে রাস্তায় না বেরোতে বারবার সতর্কতা বার্তা পাঠানো হচ্ছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে