
মদ খেয়ে বেশির ভাগ মানুষই প্রলাপ বকে মাতলামির পাট চুকিয়ে ফেলেন। কিন্তু ভারতে এক যুবক মধ্যরাতে মদ খেয়ে ষাঁড়ের পিঠে উঠে রাস্তায় ছুটে বেড়িয়েছেন। মাঝরাতে ষাঁড়ের পিঠে চড়ে ছোটাছুটির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগে ভাইরাল হওয়া ওই ভিডিওটির ঘটনাস্থল উত্তরাখণ্ড রাজ্যের তপোবন এলাকা।
পশুর সঙ্গে এমন কাজ করায় ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড রাজ্য পুলিশ এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। ওই যুবককে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মদ্যপ যুবকটি ভাইরাল ভিডিও বানানোর জন্যই এই কাজ করেছিলেন। কিন্তু এটি শুধু মধ্যরাতে বিশৃঙ্খলা সৃষ্টিই নয়, প্রাণী অধিকারে লঙ্ঘনও।
ওই ঘটনার বর্ণনা দিয়ে উত্তরাখণ্ড পুলিশ এক টুইটে লিখেছে, গত ৫ মে গভীর রাতে ঋষিকেশের তপোবনে এক মাতাল যুবক ষাঁড়ের পিঠে উঠে ভিডিও ধারণের বিষয়টি আমলে নেওয়া হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পশুদের সঙ্গে এমন আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
ইন্টারনেটে অবশ্য ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই যুবকের এমন আচরণে অবাক হয়েছেন, কেউ বেশ মজা পেয়েছেন। কেউ আবার এটিকে ‘জাল্লিকাট্টুর’ সঙ্গে তুলনা করে বলেছেন, ওই যুবক এমন কিছু করেনি যার জন্য আইনি পদক্ষেপ নিতে হবে।
জাল্লিকাট্টু তামিলনাড়ুর এমন একটি উৎসব, যেখানে একটি ষাঁড়কে ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং প্রত্যেকে ষাঁড়ের বিশাল কুঁজ ধরে পিঠে চড়ার চেষ্টা করে।

মদ খেয়ে বেশির ভাগ মানুষই প্রলাপ বকে মাতলামির পাট চুকিয়ে ফেলেন। কিন্তু ভারতে এক যুবক মধ্যরাতে মদ খেয়ে ষাঁড়ের পিঠে উঠে রাস্তায় ছুটে বেড়িয়েছেন। মাঝরাতে ষাঁড়ের পিঠে চড়ে ছোটাছুটির সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগে ভাইরাল হওয়া ওই ভিডিওটির ঘটনাস্থল উত্তরাখণ্ড রাজ্যের তপোবন এলাকা।
পশুর সঙ্গে এমন কাজ করায় ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড রাজ্য পুলিশ এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। ওই যুবককে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মদ্যপ যুবকটি ভাইরাল ভিডিও বানানোর জন্যই এই কাজ করেছিলেন। কিন্তু এটি শুধু মধ্যরাতে বিশৃঙ্খলা সৃষ্টিই নয়, প্রাণী অধিকারে লঙ্ঘনও।
ওই ঘটনার বর্ণনা দিয়ে উত্তরাখণ্ড পুলিশ এক টুইটে লিখেছে, গত ৫ মে গভীর রাতে ঋষিকেশের তপোবনে এক মাতাল যুবক ষাঁড়ের পিঠে উঠে ভিডিও ধারণের বিষয়টি আমলে নেওয়া হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পশুদের সঙ্গে এমন আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
ইন্টারনেটে অবশ্য ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই যুবকের এমন আচরণে অবাক হয়েছেন, কেউ বেশ মজা পেয়েছেন। কেউ আবার এটিকে ‘জাল্লিকাট্টুর’ সঙ্গে তুলনা করে বলেছেন, ওই যুবক এমন কিছু করেনি যার জন্য আইনি পদক্ষেপ নিতে হবে।
জাল্লিকাট্টু তামিলনাড়ুর এমন একটি উৎসব, যেখানে একটি ষাঁড়কে ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং প্রত্যেকে ষাঁড়ের বিশাল কুঁজ ধরে পিঠে চড়ার চেষ্টা করে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে