আজকের পত্রিকা ডেস্ক

বিচ্ছেদের ১০ বছর সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করেছে ভারতের পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী প্রমোদ ঝাকে ধরতে অভিযান চলছে। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিবেশীরা কিরণের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
সিসিটিভি ফুটেজের দৃশ্য তুলে ধরে এক কর্মকর্তা বলেন, রাত ১২টা ৫০ মিনিট নাগাদ প্রমোদ ঝাকে কিরণের বাসা থেকে বের হতে দেখা যায়। মনে হচ্ছিল যে, সে অপরাধ করে পালাচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের বাসিন্দা প্রমোদের স্ত্রী পেশায় স্বাস্থ্যকর্মী ছিলেন। ১০ বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। তখন থেকে তাঁরা আলাদা থাকতেন। গত ১ আগস্ট বিহারের মুঙ্গেরের জামালপুরের চিড়িয়াবাদ গ্রাম থেকে দিল্লিতে আসেন প্রমোদ।
পুলিশ জানায়, ছেলে দুর্গেশ ঝা, পুত্রবধূ কমল ঝা এবং নাতনির সঙ্গে নিয়ে কিরণ দিল্লিতে থাকতেন। বিহারের দ্বারভাঙ্গায় একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন দুর্গেশ। খুনের সময় তিনি দিল্লিতে ছিলেন না।
ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের রেলওয়ে ও বাস স্টেশনগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘হত্যার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
আরও খবর পড়ুন:

বিচ্ছেদের ১০ বছর সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করেছে ভারতের পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী প্রমোদ ঝাকে ধরতে অভিযান চলছে। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিবেশীরা কিরণের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
সিসিটিভি ফুটেজের দৃশ্য তুলে ধরে এক কর্মকর্তা বলেন, রাত ১২টা ৫০ মিনিট নাগাদ প্রমোদ ঝাকে কিরণের বাসা থেকে বের হতে দেখা যায়। মনে হচ্ছিল যে, সে অপরাধ করে পালাচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের বাসিন্দা প্রমোদের স্ত্রী পেশায় স্বাস্থ্যকর্মী ছিলেন। ১০ বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। তখন থেকে তাঁরা আলাদা থাকতেন। গত ১ আগস্ট বিহারের মুঙ্গেরের জামালপুরের চিড়িয়াবাদ গ্রাম থেকে দিল্লিতে আসেন প্রমোদ।
পুলিশ জানায়, ছেলে দুর্গেশ ঝা, পুত্রবধূ কমল ঝা এবং নাতনির সঙ্গে নিয়ে কিরণ দিল্লিতে থাকতেন। বিহারের দ্বারভাঙ্গায় একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন দুর্গেশ। খুনের সময় তিনি দিল্লিতে ছিলেন না।
ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের রেলওয়ে ও বাস স্টেশনগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘হত্যার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
আরও খবর পড়ুন:

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে