
ঢাকা: টিকা গ্রহণ করলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের অক্সিজেনের প্রয়োজনীয়তা ৮ শতাংশে নেমে আসে। গতকাল শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারত সরকার বলছে, গত মে মাসের শুরুর দিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময়ের চেয়ে এখন দৈনিক করোনা শনাক্তের হার ৮৫ শতাংশের বেশি কমেছে। গত ১০ মে ভারতে এক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৮ দশমিক ৬ শতাংশ। আর ভারতের ৫১৩ জেলায় করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কম।
সরকারের গঠন করা কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ভিনদ কে পল বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে এটি হবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র। তবে এখনই মাস্ক খুলে ফেলে আনন্দের সময় আসেনি। সতর্ক থাকতে হবে।
অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, চলতি বছর ভারতের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনই বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে তাঁরা সতর্ক করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসের (নিমহ্যানস) এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কম বয়সীদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনেছে। তবে কয়েকটি রাজ্যে টিকার স্বল্পতা রয়েছে। গত পাঁচ মাসে মহারাষ্ট্রের অর্ধকোটির বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছে।

ঢাকা: টিকা গ্রহণ করলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের অক্সিজেনের প্রয়োজনীয়তা ৮ শতাংশে নেমে আসে। গতকাল শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারত সরকার বলছে, গত মে মাসের শুরুর দিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময়ের চেয়ে এখন দৈনিক করোনা শনাক্তের হার ৮৫ শতাংশের বেশি কমেছে। গত ১০ মে ভারতে এক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৮ দশমিক ৬ শতাংশ। আর ভারতের ৫১৩ জেলায় করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কম।
সরকারের গঠন করা কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ভিনদ কে পল বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে এটি হবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র। তবে এখনই মাস্ক খুলে ফেলে আনন্দের সময় আসেনি। সতর্ক থাকতে হবে।
অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, চলতি বছর ভারতের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনই বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে তাঁরা সতর্ক করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসের (নিমহ্যানস) এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কম বয়সীদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনেছে। তবে কয়েকটি রাজ্যে টিকার স্বল্পতা রয়েছে। গত পাঁচ মাসে মহারাষ্ট্রের অর্ধকোটির বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১২ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে