
কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি এবং আমদানি বিধি–নিষেধের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকেরা। এবার প্যারিসে আয়োজিত বাৎসরিক কৃষি মেলায় হানা দিয়েছেন একদল ক্ষুব্ধ কৃষক। আজ শনিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এর আগেই কৃষকেরা মেলায় ঢুকে হট্টগোল শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেলার ভেতরে পুলিশের বাধার মুখে পড়ে কৃষকেরা হট্টগোল শুরু করে দেন এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তাঁর উদ্দেশে গালিগালাজ করেন।
ক্ষুব্ধ কৃষকেরা চিৎকার করে বলেন, ‘এটা আমাদের বাড়ি!’ কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ফরাসি কৃষক সংঘের নেতাদের সঙ্গে নাশতা সারার পরই মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাখোঁর। এরপর মেলায় কৃষক, খাদ্য প্রক্রিয়াকারী এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা করতে চেয়েছিলেন। তবে কৃষক ইউনিয়নগুলো উপস্থিত হতে অস্বীকৃতি জানানোর পর সেটি বাতিল করে দেন।
আরও ভালো আয় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি এবং সস্তা আমদানি পণ্যের কারণে সৃষ্ট অসম প্রতিযোগিতার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ করছেন কৃষকেরা।
ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি কৃষকদের উদ্দেশে বলছি: আপনি মেলার স্ট্যান্ড ভেঙে আপনার সহকর্মীর কোনো সাহায্য করছেন না, আপনি মেলা ভন্ডুল করে কোনো সহকর্মীর সাহায্য করছেন না। আপনি বরং তাঁদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছেন।’
প্যারিস কৃষি মেলা ফ্রান্সের একটি বড় আয়োজন। নয় দিনের এ মেলায় প্রায় ৬ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া কৃষক বিক্ষোভ ক্রমেই চরম ডানপন্থী আন্দোলনে পরিণত হচ্ছে। অনেক নির্বাচনী এলাকায় এই বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ছে। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই ভোট ফলাফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ফ্রান্সের কৃষকেরা মহাসড়ক অবরোধ ও সরকারি ভবনের সামনে সার ফেলে রাখাসহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৪০ কোটি ইউরোর নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে তাঁর বিক্ষোভ স্থগিত করেন।
সহায়তার পরিমাণ বাড়ানো এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলতি সপ্তাহে কৃষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন।

কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি এবং আমদানি বিধি–নিষেধের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকেরা। এবার প্যারিসে আয়োজিত বাৎসরিক কৃষি মেলায় হানা দিয়েছেন একদল ক্ষুব্ধ কৃষক। আজ শনিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এর আগেই কৃষকেরা মেলায় ঢুকে হট্টগোল শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেলার ভেতরে পুলিশের বাধার মুখে পড়ে কৃষকেরা হট্টগোল শুরু করে দেন এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তাঁর উদ্দেশে গালিগালাজ করেন।
ক্ষুব্ধ কৃষকেরা চিৎকার করে বলেন, ‘এটা আমাদের বাড়ি!’ কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ফরাসি কৃষক সংঘের নেতাদের সঙ্গে নাশতা সারার পরই মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাখোঁর। এরপর মেলায় কৃষক, খাদ্য প্রক্রিয়াকারী এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা করতে চেয়েছিলেন। তবে কৃষক ইউনিয়নগুলো উপস্থিত হতে অস্বীকৃতি জানানোর পর সেটি বাতিল করে দেন।
আরও ভালো আয় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি এবং সস্তা আমদানি পণ্যের কারণে সৃষ্ট অসম প্রতিযোগিতার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ করছেন কৃষকেরা।
ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি কৃষকদের উদ্দেশে বলছি: আপনি মেলার স্ট্যান্ড ভেঙে আপনার সহকর্মীর কোনো সাহায্য করছেন না, আপনি মেলা ভন্ডুল করে কোনো সহকর্মীর সাহায্য করছেন না। আপনি বরং তাঁদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছেন।’
প্যারিস কৃষি মেলা ফ্রান্সের একটি বড় আয়োজন। নয় দিনের এ মেলায় প্রায় ৬ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া কৃষক বিক্ষোভ ক্রমেই চরম ডানপন্থী আন্দোলনে পরিণত হচ্ছে। অনেক নির্বাচনী এলাকায় এই বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ছে। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই ভোট ফলাফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ফ্রান্সের কৃষকেরা মহাসড়ক অবরোধ ও সরকারি ভবনের সামনে সার ফেলে রাখাসহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৪০ কোটি ইউরোর নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে তাঁর বিক্ষোভ স্থগিত করেন।
সহায়তার পরিমাণ বাড়ানো এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলতি সপ্তাহে কৃষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৮ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৮ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১২ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৪ ঘণ্টা আগে