আজকের পত্রিকা ডেস্ক

স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
১৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৩ ঘণ্টা আগে