
যুক্তরাষ্ট্র চাইলে পোল্যান্ড তাঁদের কাছে থাকা সবগুলো মিগ-২৯ যুদ্ধবিমান জার্মানিতে মার্কিন বিমানঘাঁটিতে মোতায়েন করবে। ইউক্রেনে সরবরাহের জন্য বিমানগুলোকে সেখানে মোতায়েন করা হবে বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একই সময়ে পোল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে, যেন যুক্তরাষ্ট্র দেশটিকে ‘অপারেশনাল সক্ষমতাসহ’ বেশ কিছু ব্যবহৃত বিমান সরবরাহ করে। পোল্যান্ড যেকোনো শর্তে অবিলম্বে এই বিমানগুলো কিনতে প্রস্তুত।
বিবৃতিতে পোল্যান্ডের সরকার, ন্যাটোভুক্ত যেসব দেশের কাছে মিগ-২৯ বিমান রয়েছে সে সব দেশকেও তাঁদের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
তবে এই বিষয়ে মার্কিন সরকার কিছু জানে না বলে উল্লেখ করে দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘পোল্যান্ড জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি র্যামস্টেইনে যুদ্ধ বিমান স্থানান্তরের প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেনি।’
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘পোল্যান্ড সরকারের এই ঘোষণা যখন দেখেছি তখন আমি আক্ষরিক অর্থেই গাড়ি চালাচ্ছিলাম। সুতরাং আমার জানামতে, আমাদের সঙ্গে আগে কোনো ধরনের পরামর্শ করা হয়নি যে—তাঁরা আমাদের এই বিমানগুলো দেওয়ার পরিকল্পনা করেছে।’
এ দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তাঁরা পোলিশ সরকারের ঘোষণা দেখেছেন কিন্তু এখুনি তাঁদের করার কিছু নেই।

যুক্তরাষ্ট্র চাইলে পোল্যান্ড তাঁদের কাছে থাকা সবগুলো মিগ-২৯ যুদ্ধবিমান জার্মানিতে মার্কিন বিমানঘাঁটিতে মোতায়েন করবে। ইউক্রেনে সরবরাহের জন্য বিমানগুলোকে সেখানে মোতায়েন করা হবে বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একই সময়ে পোল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে, যেন যুক্তরাষ্ট্র দেশটিকে ‘অপারেশনাল সক্ষমতাসহ’ বেশ কিছু ব্যবহৃত বিমান সরবরাহ করে। পোল্যান্ড যেকোনো শর্তে অবিলম্বে এই বিমানগুলো কিনতে প্রস্তুত।
বিবৃতিতে পোল্যান্ডের সরকার, ন্যাটোভুক্ত যেসব দেশের কাছে মিগ-২৯ বিমান রয়েছে সে সব দেশকেও তাঁদের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
তবে এই বিষয়ে মার্কিন সরকার কিছু জানে না বলে উল্লেখ করে দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘পোল্যান্ড জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি র্যামস্টেইনে যুদ্ধ বিমান স্থানান্তরের প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেনি।’
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘পোল্যান্ড সরকারের এই ঘোষণা যখন দেখেছি তখন আমি আক্ষরিক অর্থেই গাড়ি চালাচ্ছিলাম। সুতরাং আমার জানামতে, আমাদের সঙ্গে আগে কোনো ধরনের পরামর্শ করা হয়নি যে—তাঁরা আমাদের এই বিমানগুলো দেওয়ার পরিকল্পনা করেছে।’
এ দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তাঁরা পোলিশ সরকারের ঘোষণা দেখেছেন কিন্তু এখুনি তাঁদের করার কিছু নেই।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে