
রাশিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রদের দখলে থাকা দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর গোলায় অন্তত ৪০ জন যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। ওই ৪০ জন যুদ্ধবন্দীর সবাই ইউক্রেনের নাগরিক এবং তাদের ওলেনিভকা নামক এলাকার একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৪০ জনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন কোনো আক্রমণ চালায়নি। তারা রাশিয়ার সেনাবাহিনীকেই এই হামলার জন্য দায়ী করে।
রাশিয়ার মিত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র দানিল বেজসোনভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাটি সরাসরি ক্যাম্পের যে বিল্ডিংয়ে বন্দীদের রাখা হয়েছিল সেটিতে আঘাত হানে। তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি মরদেহও দেখতে পাওয়া যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া ওই ক্যাম্পে তাদের চালানো নির্যাতনের প্রমাণ মুছে ফেলতেই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘রুশ দখলদারেরা তাদের দখলদারত্ব বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়ে তাঁর দায় ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত করতে চায়। বন্দীদের নির্যাতন করার প্রমাণ মুছে ফেলতেই রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ান শত্রুরা যুদ্ধের প্রকৃত তথ্য লুকাতে তাদের প্রচারণা পদ্ধতি ব্যবহার করেই যাচ্ছে। সর্বশেষ তাঁরা এই লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার দায় চাপাতে চাইছে। এর একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের ঘৃণ্য আচরণ লুকিয়ে রাখা।’

রাশিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রদের দখলে থাকা দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর গোলায় অন্তত ৪০ জন যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। ওই ৪০ জন যুদ্ধবন্দীর সবাই ইউক্রেনের নাগরিক এবং তাদের ওলেনিভকা নামক এলাকার একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৪০ জনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন কোনো আক্রমণ চালায়নি। তারা রাশিয়ার সেনাবাহিনীকেই এই হামলার জন্য দায়ী করে।
রাশিয়ার মিত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র দানিল বেজসোনভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাটি সরাসরি ক্যাম্পের যে বিল্ডিংয়ে বন্দীদের রাখা হয়েছিল সেটিতে আঘাত হানে। তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি মরদেহও দেখতে পাওয়া যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া ওই ক্যাম্পে তাদের চালানো নির্যাতনের প্রমাণ মুছে ফেলতেই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘রুশ দখলদারেরা তাদের দখলদারত্ব বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়ে তাঁর দায় ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত করতে চায়। বন্দীদের নির্যাতন করার প্রমাণ মুছে ফেলতেই রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ান শত্রুরা যুদ্ধের প্রকৃত তথ্য লুকাতে তাদের প্রচারণা পদ্ধতি ব্যবহার করেই যাচ্ছে। সর্বশেষ তাঁরা এই লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার দায় চাপাতে চাইছে। এর একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের ঘৃণ্য আচরণ লুকিয়ে রাখা।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
২ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে