
রাশিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রদের দখলে থাকা দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর গোলায় অন্তত ৪০ জন যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। ওই ৪০ জন যুদ্ধবন্দীর সবাই ইউক্রেনের নাগরিক এবং তাদের ওলেনিভকা নামক এলাকার একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৪০ জনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন কোনো আক্রমণ চালায়নি। তারা রাশিয়ার সেনাবাহিনীকেই এই হামলার জন্য দায়ী করে।
রাশিয়ার মিত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র দানিল বেজসোনভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাটি সরাসরি ক্যাম্পের যে বিল্ডিংয়ে বন্দীদের রাখা হয়েছিল সেটিতে আঘাত হানে। তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি মরদেহও দেখতে পাওয়া যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া ওই ক্যাম্পে তাদের চালানো নির্যাতনের প্রমাণ মুছে ফেলতেই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘রুশ দখলদারেরা তাদের দখলদারত্ব বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়ে তাঁর দায় ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত করতে চায়। বন্দীদের নির্যাতন করার প্রমাণ মুছে ফেলতেই রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ান শত্রুরা যুদ্ধের প্রকৃত তথ্য লুকাতে তাদের প্রচারণা পদ্ধতি ব্যবহার করেই যাচ্ছে। সর্বশেষ তাঁরা এই লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার দায় চাপাতে চাইছে। এর একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের ঘৃণ্য আচরণ লুকিয়ে রাখা।’

রাশিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্রদের দখলে থাকা দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর গোলায় অন্তত ৪০ জন যুদ্ধবন্দীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। ওই ৪০ জন যুদ্ধবন্দীর সবাই ইউক্রেনের নাগরিক এবং তাদের ওলেনিভকা নামক এলাকার একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৪০ জনের মৃত্যুর পাশাপাশি এই হামলায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এমন কোনো আক্রমণ চালায়নি। তারা রাশিয়ার সেনাবাহিনীকেই এই হামলার জন্য দায়ী করে।
রাশিয়ার মিত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র দানিল বেজসোনভ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাটি সরাসরি ক্যাম্পের যে বিল্ডিংয়ে বন্দীদের রাখা হয়েছিল সেটিতে আঘাত হানে। তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়ছে। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি মরদেহও দেখতে পাওয়া যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রাশিয়া ওই ক্যাম্পে তাদের চালানো নির্যাতনের প্রমাণ মুছে ফেলতেই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘রুশ দখলদারেরা তাদের দখলদারত্ব বজায় রাখার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়ে তাঁর দায় ইউক্রেনের ঘাড়ে চাপিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত করতে চায়। বন্দীদের নির্যাতন করার প্রমাণ মুছে ফেলতেই রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ান শত্রুরা যুদ্ধের প্রকৃত তথ্য লুকাতে তাদের প্রচারণা পদ্ধতি ব্যবহার করেই যাচ্ছে। সর্বশেষ তাঁরা এই লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার দায় চাপাতে চাইছে। এর একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের ঘৃণ্য আচরণ লুকিয়ে রাখা।’

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে