আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্তাভরোপল শহরে এক বিস্ফোরণে নিহত হয়েছেন একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও উপ-গভর্নর জাউর আলেক্সান্দ্রোভিচ গুরৎসিয়েভ। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে একটি রাস্তার পাশে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে ২৯ বছর বয়সী গুরৎসিয়েভ এবং আরও এক ব্যক্তি নিহত হন।
রাশিয়ার তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়—বিস্ফোরণটি একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ঘটানো হয়েছে। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গুরৎসিয়েভ ও অপর এক ব্যক্তি একটি অন্ধকারাচ্ছন্ন রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গুরৎসিয়েভ মাটিতে পড়ে যান এবং অন্য ব্যক্তি ধাক্কা খেয়ে পেছনে সরে যান।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, নিহত অপর ব্যক্তি কাছাকাছি একটি ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।
স্তাভরোপল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ টেলিগ্রামে বলেছেন, ‘সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ইউক্রেনের সংশ্লিষ্টতা ও সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে।’
গুরৎসিয়েভ ছিলেন রাশিয়ার ‘টাইম অব হিরোজ’ কর্মসূচির একজন অংশগ্রহণকারী। এই কর্মসূচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে পরিচালিত হয় এবং ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সৈনিকদের সরকারি পদে নিয়োগ দেওয়া হয়। গুরৎসিয়েভের উপ-গভর্নর হিসেবে নিয়োগের ঘোষণা পুতিন নিজেই দিয়েছিলেন।
‘টাইম অব হিরোজ’ ওয়েবসাইট অনুযায়ী, গুরৎসিয়েভ ইউক্রেনের মারিউপোল দখল করার অভিযানে রাশিয়ার বিমানবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মিসাইল লক্ষ্যনির্ধারণ প্রযুক্তিতে নিজের কৌশল প্রয়োগ করেছিলেন। এর ফলে ইউক্রেনের আজভ বাহিনীর রসদ ঘাঁটিতে নির্ভুল হামলা চালানো সম্ভব হয়েছিল।
২০২২ সালে ৮৬ দিনব্যাপী ভয়াবহ অবরোধ ও সংঘর্ষের পর মারিউপোল শহরটি রাশিয়ার দখলে যায়। জাতিসংঘের হিসেবে ওই শহরটির প্রায় ৯০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শহরটির ৪ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে জানান, মারিউপোলে প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিয়েভ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, রাশিয়া বেসামরিক হতাহতের প্রমাণ ধামাচাপা দিতে চেয়েছে, যদিও ক্রেমলিন তা অস্বীকার করেছে।
গত এক বছরে রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মাসেই জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। সেই ঘটনায় একজন ইউক্রেনীয় বিশেষ এজেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।
এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মস্কো শহরের একটি অভিজাত এলাকায় বোমা হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে সক্রিয় রাশিয়ান মিলিশিয়ার প্রতিষ্ঠাতা আরমেন সার্কিসিয়ান নিহত হন। ইউক্রেনের মতে, আরমেন ছিলেন একজন ‘মাস্টারমাইন্ড অপরাধী’।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের স্তাভরোপল শহরে এক বিস্ফোরণে নিহত হয়েছেন একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও উপ-গভর্নর জাউর আলেক্সান্দ্রোভিচ গুরৎসিয়েভ। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে একটি রাস্তার পাশে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে ২৯ বছর বয়সী গুরৎসিয়েভ এবং আরও এক ব্যক্তি নিহত হন।
রাশিয়ার তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়—বিস্ফোরণটি একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ঘটানো হয়েছে। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গুরৎসিয়েভ ও অপর এক ব্যক্তি একটি অন্ধকারাচ্ছন্ন রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গুরৎসিয়েভ মাটিতে পড়ে যান এবং অন্য ব্যক্তি ধাক্কা খেয়ে পেছনে সরে যান।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, নিহত অপর ব্যক্তি কাছাকাছি একটি ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।
স্তাভরোপল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ টেলিগ্রামে বলেছেন, ‘সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ইউক্রেনের সংশ্লিষ্টতা ও সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে।’
গুরৎসিয়েভ ছিলেন রাশিয়ার ‘টাইম অব হিরোজ’ কর্মসূচির একজন অংশগ্রহণকারী। এই কর্মসূচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে পরিচালিত হয় এবং ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সৈনিকদের সরকারি পদে নিয়োগ দেওয়া হয়। গুরৎসিয়েভের উপ-গভর্নর হিসেবে নিয়োগের ঘোষণা পুতিন নিজেই দিয়েছিলেন।
‘টাইম অব হিরোজ’ ওয়েবসাইট অনুযায়ী, গুরৎসিয়েভ ইউক্রেনের মারিউপোল দখল করার অভিযানে রাশিয়ার বিমানবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মিসাইল লক্ষ্যনির্ধারণ প্রযুক্তিতে নিজের কৌশল প্রয়োগ করেছিলেন। এর ফলে ইউক্রেনের আজভ বাহিনীর রসদ ঘাঁটিতে নির্ভুল হামলা চালানো সম্ভব হয়েছিল।
২০২২ সালে ৮৬ দিনব্যাপী ভয়াবহ অবরোধ ও সংঘর্ষের পর মারিউপোল শহরটি রাশিয়ার দখলে যায়। জাতিসংঘের হিসেবে ওই শহরটির প্রায় ৯০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শহরটির ৪ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে জানান, মারিউপোলে প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিয়েভ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, রাশিয়া বেসামরিক হতাহতের প্রমাণ ধামাচাপা দিতে চেয়েছে, যদিও ক্রেমলিন তা অস্বীকার করেছে।
গত এক বছরে রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মাসেই জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। সেই ঘটনায় একজন ইউক্রেনীয় বিশেষ এজেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।
এ ছাড়া গত ফেব্রুয়ারিতে মস্কো শহরের একটি অভিজাত এলাকায় বোমা হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে সক্রিয় রাশিয়ান মিলিশিয়ার প্রতিষ্ঠাতা আরমেন সার্কিসিয়ান নিহত হন। ইউক্রেনের মতে, আরমেন ছিলেন একজন ‘মাস্টারমাইন্ড অপরাধী’।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
২ ঘণ্টা আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
২ ঘণ্টা আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
২ ঘণ্টা আগে