
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।
আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।
হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।
মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব।
এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।
আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।
হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।
মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব।
এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৬ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৭ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৮ ঘণ্টা আগে