
রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ব্যবহার করে রুশ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুটি রাশিয়ান শক্তি উৎপাদন কেন্দ্রে আগুন লেগেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ হামলায় ইউক্রেনের ১৫৮টিরও বেশি ড্রোন রাজধানী মস্কোসহ দেশের ১৫টি অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। এই ড্রোনগুলোকে ধ্বংস করারও দাবি করেছে রুশ সামরিক বাহিনী।
ড্রোন হামলার বিষয়ে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারের একটি পৃথক কারিগরি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। অন্তত ১১টি ড্রোন রাজধানী শহর এবং আশপাশের এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
এদিকে মস্কো থেকে ১২০ কিলোমিটার দূরে টাভার অঞ্চলে কোনাকোভো পাওয়ার স্টেশনের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
রুশ গণমাধ্যমে বরাতে জানা গেছে, টাভার অঞ্চলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অঞ্চলের গভর্নর ইগর রুদেনিয়া জানিয়েছেন, কোনাকোভস্কি জেলায় হামলার ফলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মস্কোর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ড্রোনগুলো মস্কো অঞ্চলের কাশিরা পাওয়ার প্ল্যান্টে হামলার চেষ্টা করেছিল। তবে এর ফলে কোনো আগুন, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রাতভর ড্রোন হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে দেশটি কয়েক মাস ধরেই রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একযোগে ড্রোন হামলা করছে দেশটির বাহিনী।
বিবিসি জানতে পেরেছে, রাশিয়ার অভ্যন্তরে শতাধিক দূরপাল্লার হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করছে পশ্চিমা প্রযুক্তি এবং তাদের অর্থ।

রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ব্যবহার করে রুশ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুটি রাশিয়ান শক্তি উৎপাদন কেন্দ্রে আগুন লেগেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ হামলায় ইউক্রেনের ১৫৮টিরও বেশি ড্রোন রাজধানী মস্কোসহ দেশের ১৫টি অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। এই ড্রোনগুলোকে ধ্বংস করারও দাবি করেছে রুশ সামরিক বাহিনী।
ড্রোন হামলার বিষয়ে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারের একটি পৃথক কারিগরি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। অন্তত ১১টি ড্রোন রাজধানী শহর এবং আশপাশের এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
এদিকে মস্কো থেকে ১২০ কিলোমিটার দূরে টাভার অঞ্চলে কোনাকোভো পাওয়ার স্টেশনের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
রুশ গণমাধ্যমে বরাতে জানা গেছে, টাভার অঞ্চলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অঞ্চলের গভর্নর ইগর রুদেনিয়া জানিয়েছেন, কোনাকোভস্কি জেলায় হামলার ফলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মস্কোর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ড্রোনগুলো মস্কো অঞ্চলের কাশিরা পাওয়ার প্ল্যান্টে হামলার চেষ্টা করেছিল। তবে এর ফলে কোনো আগুন, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রাতভর ড্রোন হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে দেশটি কয়েক মাস ধরেই রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একযোগে ড্রোন হামলা করছে দেশটির বাহিনী।
বিবিসি জানতে পেরেছে, রাশিয়ার অভ্যন্তরে শতাধিক দূরপাল্লার হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করছে পশ্চিমা প্রযুক্তি এবং তাদের অর্থ।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
২ ঘণ্টা আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
২ ঘণ্টা আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
২ ঘণ্টা আগে