
মানুষ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ‘একজন পুরুষ পুরুষই এবং একজন নারী নারীই।’ গত বুধবার কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে ঋষি সুনাকের ভাষায়, যেকোনো লিঙ্গের হতে চাওয়ার বিশ্বাসের জন্য কাউকে বুলিং করা উচিত নয়। কারণ তা হয় না। পুরুষ পুরুষই আর নারী নারীই।
কনফারেন্সে ধূমপানের বিরোধিতাও করেছেন সুনাক। ইংল্যান্ডে ধূমপায়ীদের ন্যূনতম বয়স এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি প্রস্তাব করি, ভবিষ্যতে আমরা প্রতিবছর ধূমপান করার বয়স এক বছর করে যেন বাড়িয়ে দিই। এর মানে হলো, আজকের ১৪ বছর বয়সী একজনের কাছে কখনোই সিগারেট বিক্রি করা হবে না। এতে তারা এবং তাদের প্রজন্ম ধূমপানমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে।’
এ সময় ছোট নৌকায় করে আসা অভিবাসীদের নিরুৎসাহিত করার প্রতিশ্রুতি দেন সুনাক। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে রুয়ান্ডায় ফ্লাইট নিয়মিত যেতে শুরু করলে নৌকা আসা বন্ধ হয়ে যাবে। এটা জেনে রাখুন, নৌকা ঠেকাতে যা যা করা দরকার তা-ই করব।’
যুক্তরাজ্যের আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যদি ভলোদিমির জেলেনস্কিকে হাতিয়ার দিই, তাহলে ইউক্রেনীয়রা কাজ শেষ করবে।’

মানুষ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ‘একজন পুরুষ পুরুষই এবং একজন নারী নারীই।’ গত বুধবার কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে ঋষি সুনাকের ভাষায়, যেকোনো লিঙ্গের হতে চাওয়ার বিশ্বাসের জন্য কাউকে বুলিং করা উচিত নয়। কারণ তা হয় না। পুরুষ পুরুষই আর নারী নারীই।
কনফারেন্সে ধূমপানের বিরোধিতাও করেছেন সুনাক। ইংল্যান্ডে ধূমপায়ীদের ন্যূনতম বয়স এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি প্রস্তাব করি, ভবিষ্যতে আমরা প্রতিবছর ধূমপান করার বয়স এক বছর করে যেন বাড়িয়ে দিই। এর মানে হলো, আজকের ১৪ বছর বয়সী একজনের কাছে কখনোই সিগারেট বিক্রি করা হবে না। এতে তারা এবং তাদের প্রজন্ম ধূমপানমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে।’
এ সময় ছোট নৌকায় করে আসা অভিবাসীদের নিরুৎসাহিত করার প্রতিশ্রুতি দেন সুনাক। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে রুয়ান্ডায় ফ্লাইট নিয়মিত যেতে শুরু করলে নৌকা আসা বন্ধ হয়ে যাবে। এটা জেনে রাখুন, নৌকা ঠেকাতে যা যা করা দরকার তা-ই করব।’
যুক্তরাজ্যের আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যদি ভলোদিমির জেলেনস্কিকে হাতিয়ার দিই, তাহলে ইউক্রেনীয়রা কাজ শেষ করবে।’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে