Ajker Patrika

জার্মানিতে দূতাবাসের বাইরে রুশ গুপ্তচরের মরদেহ উদ্ধার

জার্মানিতে দূতাবাসের বাইরে রুশ গুপ্তচরের মরদেহ উদ্ধার

বার্লিনে রুশ দূতাবাসের ভবনের বাইরে মরদেহটি রাশিয়ার এক গুপ্তচরের বলে ধারণা করছে জার্মানির নিরাপত্তা বাহিনী।  গত ১৯ অক্টোবর ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।  দেশটির সংবাদমাধ্যম ডের স্পিজেলের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডের স্পিজেল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি দূতাবাস ভবনটির উপরের তলা থেকে পড়ে মারা গেছেন।

এ নিয়ে বার্লিন পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে এই মরদেহ প্রকাশের খবর কোনো গণমাধ্যমেও প্রকাশ হয়নি। পাশাপাশি রুশ ওই ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত করতে দেয়নি জার্মানির রাশিয়ান দূতাবাস। এই মৃত্যুর বিষয়ে রুশ দূতাবাসের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

গতকাল শুক্রবার একটি সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, জার্মান সরকার রাশিয়ান ব্যক্তির মৃত্যুর বিষয়ে অবগত রয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত