
ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞে সংঘটিত মানবিক বিপর্যয়ের ইতি টানতে ইউরোপকে অভিন্ন সুরে স্পষ্ট ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
গতকাল বুধবার স্পেনের পার্লামেন্টে পেদ্রো সানচেজ বলেন, ‘এখন সময় এসেছে ইউরোপের কথা বলার। এ জন্য না যে পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে কিংবা ইতিহাস আমাদের কৃতকর্মের জন্য বিচার করবে। আমাদের এগিয়ে আসতে হবে কারণ, সাধারণ মানুষ সেখানে কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পেয়ে মারা যাচ্ছে।’ তিনি জোর দিয়ে বলেন, মানবতার এমন চরম সংকটের মুহূর্তে মাদ্রিদ কিছুই না করে চুপচাপ বসে থাকবে না।
পার্লামেন্টের সদস্যরা এ সময় উচ্চ স্বরে করতালি দিয়ে সানচেজের বক্তব্যকে সমর্থন জানান। গত মাসে নতুন মেয়াদে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা পেদ্রো সানচেজ বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কাজটি স্পেনের রাজনীতিবিদদের করতে হবে।
গতকাল পার্লামেন্টে তিনি বলেন, সংঘাত নিরসনে একটি সুনির্দিষ্ট সমাধান খুঁজতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রযোজ্য হয় এমন প্রস্তাব রাখতে হবে ইউরোপকে। অর্থাৎ, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিরা যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে সে জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ঠান্ডা, ক্ষুধা ও ব্যথায় ভুগছেন এমন লোকদের কাছে অবশ্যই মানবিক সাহায্য পৌঁছাতে হবে। হামাসের হামলার নিন্দা এবং গাজায় বন্দী ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্তির আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানান।
পোডেমোস পার্টির প্রধান ইওন বেলারা গাজায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করার সময় সানচেজকে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল রাষ্ট্র দ্বারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে নির্মূল করা হচ্ছে— এ কথা বলতে গিয়ে বেলারা ইসরায়েলকে ‘বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছেন।
তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও অস্ত্র ব্যবসা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে, গাজায় সামরিক অভিযানের সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিষয়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছিলেন পেদ্রো সানচেজ। গত নভেম্বরে তিনি ঘোষণা করেন যে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য ইইউ পর্যায়ে চেষ্টা চালাবে স্পেন। অন্য দেশগুলো এতে সম্মত না হলেও তিনি একতরফাভাবে এই স্বীকৃতি দেবেন।

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞে সংঘটিত মানবিক বিপর্যয়ের ইতি টানতে ইউরোপকে অভিন্ন সুরে স্পষ্ট ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
গতকাল বুধবার স্পেনের পার্লামেন্টে পেদ্রো সানচেজ বলেন, ‘এখন সময় এসেছে ইউরোপের কথা বলার। এ জন্য না যে পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে কিংবা ইতিহাস আমাদের কৃতকর্মের জন্য বিচার করবে। আমাদের এগিয়ে আসতে হবে কারণ, সাধারণ মানুষ সেখানে কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পেয়ে মারা যাচ্ছে।’ তিনি জোর দিয়ে বলেন, মানবতার এমন চরম সংকটের মুহূর্তে মাদ্রিদ কিছুই না করে চুপচাপ বসে থাকবে না।
পার্লামেন্টের সদস্যরা এ সময় উচ্চ স্বরে করতালি দিয়ে সানচেজের বক্তব্যকে সমর্থন জানান। গত মাসে নতুন মেয়াদে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা পেদ্রো সানচেজ বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কাজটি স্পেনের রাজনীতিবিদদের করতে হবে।
গতকাল পার্লামেন্টে তিনি বলেন, সংঘাত নিরসনে একটি সুনির্দিষ্ট সমাধান খুঁজতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রযোজ্য হয় এমন প্রস্তাব রাখতে হবে ইউরোপকে। অর্থাৎ, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিরা যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে সে জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ঠান্ডা, ক্ষুধা ও ব্যথায় ভুগছেন এমন লোকদের কাছে অবশ্যই মানবিক সাহায্য পৌঁছাতে হবে। হামাসের হামলার নিন্দা এবং গাজায় বন্দী ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্তির আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানান।
পোডেমোস পার্টির প্রধান ইওন বেলারা গাজায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করার সময় সানচেজকে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল রাষ্ট্র দ্বারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে নির্মূল করা হচ্ছে— এ কথা বলতে গিয়ে বেলারা ইসরায়েলকে ‘বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছেন।
তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও অস্ত্র ব্যবসা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে, গাজায় সামরিক অভিযানের সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিষয়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছিলেন পেদ্রো সানচেজ। গত নভেম্বরে তিনি ঘোষণা করেন যে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য ইইউ পর্যায়ে চেষ্টা চালাবে স্পেন। অন্য দেশগুলো এতে সম্মত না হলেও তিনি একতরফাভাবে এই স্বীকৃতি দেবেন।

মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
১০ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১৭ মিনিট আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে