আজকের পত্রিকা ডেস্ক

২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ঘোষণাটি আসে এক সংবাদ সম্মেলনে, যেখানে কানিংহামের সঙ্গে উপস্থিত ছিলেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করে গত বছর রিফর্ম ইউকেতে যোগ দেন লায়লা কানিংহাম। তিনিই হতে যাচ্ছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের প্রধান প্রতিদ্বন্দ্বী।
সংবাদ সম্মেলনে লায়লা কানিংহাম নিজেকে লন্ডনের ‘নতুন শেরিফ’ হিসেবে ঘোষণা করে বলেন, ‘লন্ডন এখন আর নিরাপদ নয়। আমি মেয়রের দায়িত্ব পেলে অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করব।’
কে এই লায়লা কানিংহাম
৪৮ বছর বয়সী লায়লা কানিংহাম লন্ডনের প্যাডিংটনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা ১৯৬০-এর দশকে মিসর থেকে যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে এসেছিলেন। তিনি সাত সন্তানের জননী।
রাজনীতিতে আসার আগে লায়লা ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) একজন সিনিয়র প্রসিকিউটর বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলে কনজারভেটিভ প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু করনীতি ও অভিবাসন ইস্যুতে দলের ওপর অসন্তুষ্ট হয়ে ২০২৫ সালে তিনি রিফর্ম ইউকেতে যোগ দেন।
লায়লা কানিংহাম তাঁর প্রচারণায় মূলত ‘আইনশৃঙ্খলা’ পরিস্থিতিকে প্রাধান্য দিচ্ছেন। তাঁর প্রধান প্রতিশ্রুতিগুলো হলো—অপরাধ দমন (ছুরি নিয়ে হামলা), মাদক ও ধর্ষণের মতো অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশকে নতুন করে সাজানো, সাদিক খানের প্রবর্তিত বিতর্কিত ‘আল্ট্রা লো এমিশন জোন’ ব্যবস্থা বাতিল করা।
এদিকে লায়লা কানিংহামের প্রার্থিতাকে লেবার পার্টি ‘বিভাজন সৃষ্টিকারী’ হিসেবে অভিহিত করেছে। লেবার পার্টি বলছে, লন্ডনের প্রথম মুসলিম মেয়রকে হটাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মুসলিম নারীকেই প্রার্থী করেছে ফারাজের দল।
বর্তমান মেয়র সাদিক খানের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাদিক খান লন্ডনকে একটি নিরাপদ ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। কিন্তু রিফর্ম ইউকে শহরের বদনাম করেছে। লিবারেল ডেমোক্র্যাটদের লন্ডনবিষয়ক মুখপাত্র ও এমপি লুক টেলর বলেন, ইতিহাস, সংস্কৃতি ও মানুষ—সব মিলিয়ে লন্ডন পৃথিবীর শ্রেষ্ঠ শহরগুলোর একটি। কিন্তু রিফর্ম ইউকে কেবল শহরটিকে খাটো করতেই ব্যস্ত।
লুক টেলর আরও বলেন, কানিংহাম ও ফারাজ প্রকৃত সমস্যার সমাধানের চেয়ে বিভাজন ছড়াতেই বেশি আগ্রহী।
বিবিসি লন্ডনের রাজনৈতিক সম্পাদক কার্ল মার্সার জানিয়েছেন, নির্বাচনের আড়াই বছর বাকি থাকতেই প্রার্থীর নাম ঘোষণা করে রিফর্ম ইউকে মূলত নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চাইছে।

২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ঘোষণাটি আসে এক সংবাদ সম্মেলনে, যেখানে কানিংহামের সঙ্গে উপস্থিত ছিলেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করে গত বছর রিফর্ম ইউকেতে যোগ দেন লায়লা কানিংহাম। তিনিই হতে যাচ্ছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের প্রধান প্রতিদ্বন্দ্বী।
সংবাদ সম্মেলনে লায়লা কানিংহাম নিজেকে লন্ডনের ‘নতুন শেরিফ’ হিসেবে ঘোষণা করে বলেন, ‘লন্ডন এখন আর নিরাপদ নয়। আমি মেয়রের দায়িত্ব পেলে অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করব।’
কে এই লায়লা কানিংহাম
৪৮ বছর বয়সী লায়লা কানিংহাম লন্ডনের প্যাডিংটনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা ১৯৬০-এর দশকে মিসর থেকে যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে এসেছিলেন। তিনি সাত সন্তানের জননী।
রাজনীতিতে আসার আগে লায়লা ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) একজন সিনিয়র প্রসিকিউটর বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলে কনজারভেটিভ প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু করনীতি ও অভিবাসন ইস্যুতে দলের ওপর অসন্তুষ্ট হয়ে ২০২৫ সালে তিনি রিফর্ম ইউকেতে যোগ দেন।
লায়লা কানিংহাম তাঁর প্রচারণায় মূলত ‘আইনশৃঙ্খলা’ পরিস্থিতিকে প্রাধান্য দিচ্ছেন। তাঁর প্রধান প্রতিশ্রুতিগুলো হলো—অপরাধ দমন (ছুরি নিয়ে হামলা), মাদক ও ধর্ষণের মতো অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশকে নতুন করে সাজানো, সাদিক খানের প্রবর্তিত বিতর্কিত ‘আল্ট্রা লো এমিশন জোন’ ব্যবস্থা বাতিল করা।
এদিকে লায়লা কানিংহামের প্রার্থিতাকে লেবার পার্টি ‘বিভাজন সৃষ্টিকারী’ হিসেবে অভিহিত করেছে। লেবার পার্টি বলছে, লন্ডনের প্রথম মুসলিম মেয়রকে হটাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মুসলিম নারীকেই প্রার্থী করেছে ফারাজের দল।
বর্তমান মেয়র সাদিক খানের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাদিক খান লন্ডনকে একটি নিরাপদ ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। কিন্তু রিফর্ম ইউকে শহরের বদনাম করেছে। লিবারেল ডেমোক্র্যাটদের লন্ডনবিষয়ক মুখপাত্র ও এমপি লুক টেলর বলেন, ইতিহাস, সংস্কৃতি ও মানুষ—সব মিলিয়ে লন্ডন পৃথিবীর শ্রেষ্ঠ শহরগুলোর একটি। কিন্তু রিফর্ম ইউকে কেবল শহরটিকে খাটো করতেই ব্যস্ত।
লুক টেলর আরও বলেন, কানিংহাম ও ফারাজ প্রকৃত সমস্যার সমাধানের চেয়ে বিভাজন ছড়াতেই বেশি আগ্রহী।
বিবিসি লন্ডনের রাজনৈতিক সম্পাদক কার্ল মার্সার জানিয়েছেন, নির্বাচনের আড়াই বছর বাকি থাকতেই প্রার্থীর নাম ঘোষণা করে রিফর্ম ইউকে মূলত নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চাইছে।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
২৮ মিনিট আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
৪১ মিনিট আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১ ঘণ্টা আগে