
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি নিশ্চিত করে বলেন, রুশ সৈন্যরা ইউক্রেন সীমান্তে আক্রমণ করবে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে মাখোঁ এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলা না করার ব্যাপারে রুশ সরকারের কাছ থেকে আমি আশ্বাস পেয়েছি।
রাশিয়া বরাবরই বলে আসছে যে, ইউক্রেনে আক্রমণের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে দেশটি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে।
ইউক্রেন সংকট এড়াতে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ঠিক এর পরদিনই ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করতে কিয়েভে যান ইমানুয়েল মাখোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। দুই দেশের উত্তেজনা কমাতে একটি বাস্তব সমাধান আমি দেখতে পাচ্ছি।
এদিকে জেলেনস্কি উত্তেজনা কমাতে পুতিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুখের কথায় বিশ্বাস করি না। প্রতিটি রাজনীতিবিদের কাজের মাধ্যমে স্বচ্ছতা দেখাবেন, আমি এমনটা বিশ্বাস করি।’
কিয়েভে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বার্লিনে যান। সেখানে তিনি জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে জার্মানি ও পোল্যান্ডের সমর্থন আশা করেন ইমানুয়েল মাখোঁ।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লাখ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গত ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি নিশ্চিত করে বলেন, রুশ সৈন্যরা ইউক্রেন সীমান্তে আক্রমণ করবে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে মাখোঁ এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলা না করার ব্যাপারে রুশ সরকারের কাছ থেকে আমি আশ্বাস পেয়েছি।
রাশিয়া বরাবরই বলে আসছে যে, ইউক্রেনে আক্রমণের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে দেশটি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে।
ইউক্রেন সংকট এড়াতে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ঠিক এর পরদিনই ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করতে কিয়েভে যান ইমানুয়েল মাখোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। দুই দেশের উত্তেজনা কমাতে একটি বাস্তব সমাধান আমি দেখতে পাচ্ছি।
এদিকে জেলেনস্কি উত্তেজনা কমাতে পুতিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুখের কথায় বিশ্বাস করি না। প্রতিটি রাজনীতিবিদের কাজের মাধ্যমে স্বচ্ছতা দেখাবেন, আমি এমনটা বিশ্বাস করি।’
কিয়েভে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বার্লিনে যান। সেখানে তিনি জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে জার্মানি ও পোল্যান্ডের সমর্থন আশা করেন ইমানুয়েল মাখোঁ।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লাখ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গত ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’

সময় তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১২ মিনিট আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৪ ঘণ্টা আগে