
রাশিয়াকে ধ্বংস করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনাদের নেতা আপনাদের দেশকে ধ্বংস করছে।’
বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের নতুন বছরের ভাষণের পর দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি এমন মন্তব্য করেন। জাতির উদ্দেশে দেওয়া নতুন বছরের ভাষণে সামরিক পোশাক পরে হাজির হন পুতিন। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট সামনে থেকে নেতৃত্ব না দিয়ে উল্টো সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।
জেলেনস্কি আরও বলেন, ‘আপনাদের নেতা বোঝাতে চাইছেন তিনি সামরিক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রকৃত বিষয় হলো, তিনি মূলত নিজেকে লুকিয়ে রাখছেন। সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র এবং সুরক্ষিত প্রাসাদের দেয়ালের পেছনে নিজেকে লুকিয়ে রাখছেন পুতিন। সে আপনাদের দেশ ও ভবিষ্যৎকে জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে।’
এ সময় তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কেউ আপনাকে ক্ষমা করবে না। বিশ্বের কেউই আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন আপনাকে ক্ষমা করবে না।’
এদিকে ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া নতুন বছর উদ্যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানী মেয়র। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনিবার ১০ থেকে ১২টি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

রাশিয়াকে ধ্বংস করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনাদের নেতা আপনাদের দেশকে ধ্বংস করছে।’
বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের নতুন বছরের ভাষণের পর দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি এমন মন্তব্য করেন। জাতির উদ্দেশে দেওয়া নতুন বছরের ভাষণে সামরিক পোশাক পরে হাজির হন পুতিন। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট সামনে থেকে নেতৃত্ব না দিয়ে উল্টো সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।
জেলেনস্কি আরও বলেন, ‘আপনাদের নেতা বোঝাতে চাইছেন তিনি সামরিক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রকৃত বিষয় হলো, তিনি মূলত নিজেকে লুকিয়ে রাখছেন। সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র এবং সুরক্ষিত প্রাসাদের দেয়ালের পেছনে নিজেকে লুকিয়ে রাখছেন পুতিন। সে আপনাদের দেশ ও ভবিষ্যৎকে জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে।’
এ সময় তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কেউ আপনাকে ক্ষমা করবে না। বিশ্বের কেউই আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন আপনাকে ক্ষমা করবে না।’
এদিকে ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া নতুন বছর উদ্যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানী মেয়র। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনিবার ১০ থেকে ১২টি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে