
পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে রোববার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে তুরস্কে। ইসতানবুলে উসকুদারের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ভলকান এবং আইসেন বোরা দম্পতি। কেন্দ্র থেকে বেরিয়ে আল-জাজিরার সাংবাদিককে তারা খোলাখুলিভাবেই বললেন, ‘আমরা এরদোগানকে ভোট দিয়েছি।’
৩৮ বছর বয়সী ভলকান বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। এরদোয়ান প্রথম রাউন্ডেই জিতে যাবেন।’
এরদোয়ানকে সমর্থন করার কারণ হিসেবে ভলকান বলেন, ‘তিনি (এরদোয়ান) বিশ্বের সামনে দাঁড়াতে ভয় পান না। এমনকি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও চ্যালেঞ্জ জানাতে পারেন।’
কেন্দ্র সংলগ্ন একটি স্কুলের আঙিনায় বসে ৩৩ বছর বয়সী আইজেন বলেন, ‘এখানে এরদোয়ানের কোনো বিকল্প নেই। এখানে আর কোনো ভালো প্রার্থী নেই।’
বসফরাস উপকূলে অবস্থিত উসকুদার এলাকাটি ঐতিহ্যগতভাবে রক্ষণশীল হিসেবেই পরিচিত। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই এলাকার ৪৯ শতাংশ ভোটার এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছিলেন। আর তার বিরোধী সব প্রার্থী মিলে পেয়েছিলেন ৪১ শতাংশ ভোট।
সস্তা আবাসনের জন্য এখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীও বসবাস করে। এবার অনেক নতুন ভোটারও রয়েছেন এলাকাটিতে।
অন্যদিকে ইসতানবুল তুরস্কের সবচেয়ে বড় শহর। ৬০০ সংসদীয় আসনের মধ্যে একশোই এই অঞ্চলটিতে।
এবারের নির্বাচনে ভোট দিয়ে ভলাকানের স্ত্রী আইজেনের মত দিয়েছেন, এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরিস্থিতিকে একটু জটিল বলেই মনে হলো তার কাছে।
বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। তবে তার সাম্রাজ্যে চিড় ধরানো বিরোধীদের জন্য সহজ হবে না বলে মনে করছেন সমর্থকেরা।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে রোববার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে তুরস্কে। ইসতানবুলে উসকুদারের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ভলকান এবং আইসেন বোরা দম্পতি। কেন্দ্র থেকে বেরিয়ে আল-জাজিরার সাংবাদিককে তারা খোলাখুলিভাবেই বললেন, ‘আমরা এরদোগানকে ভোট দিয়েছি।’
৩৮ বছর বয়সী ভলকান বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। এরদোয়ান প্রথম রাউন্ডেই জিতে যাবেন।’
এরদোয়ানকে সমর্থন করার কারণ হিসেবে ভলকান বলেন, ‘তিনি (এরদোয়ান) বিশ্বের সামনে দাঁড়াতে ভয় পান না। এমনকি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও চ্যালেঞ্জ জানাতে পারেন।’
কেন্দ্র সংলগ্ন একটি স্কুলের আঙিনায় বসে ৩৩ বছর বয়সী আইজেন বলেন, ‘এখানে এরদোয়ানের কোনো বিকল্প নেই। এখানে আর কোনো ভালো প্রার্থী নেই।’
বসফরাস উপকূলে অবস্থিত উসকুদার এলাকাটি ঐতিহ্যগতভাবে রক্ষণশীল হিসেবেই পরিচিত। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই এলাকার ৪৯ শতাংশ ভোটার এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছিলেন। আর তার বিরোধী সব প্রার্থী মিলে পেয়েছিলেন ৪১ শতাংশ ভোট।
সস্তা আবাসনের জন্য এখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীও বসবাস করে। এবার অনেক নতুন ভোটারও রয়েছেন এলাকাটিতে।
অন্যদিকে ইসতানবুল তুরস্কের সবচেয়ে বড় শহর। ৬০০ সংসদীয় আসনের মধ্যে একশোই এই অঞ্চলটিতে।
এবারের নির্বাচনে ভোট দিয়ে ভলাকানের স্ত্রী আইজেনের মত দিয়েছেন, এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরিস্থিতিকে একটু জটিল বলেই মনে হলো তার কাছে।
বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। তবে তার সাম্রাজ্যে চিড় ধরানো বিরোধীদের জন্য সহজ হবে না বলে মনে করছেন সমর্থকেরা।

বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ কর’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
১২ মিনিট আগে
ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মূলত সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১১ ঘণ্টা আগে