
স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের পর এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে স্লোভেনীয় সরকার। গতকাল বৃহস্পতিবার স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্লোভেনীয় সরকারের এই সিদ্ধান্তের অনুমোদনের জন্য এখনো দেশটির পার্লামেন্টের সদস্যদের অনুমোদন প্রয়োজন। আগামী মঙ্গলবার এই প্রস্তাবে ভোট হবে। এ প্রসঙ্গে পার্লামেন্টের স্পিকার উরস্কা ক্লাকোকার জুপানচিচ লুবজানায় এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার বিকেল ৪টা থেকে অধিবেশন শুরু হবে।
এদিকে, স্লোভেনীয় আইনপ্রণেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।’ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গাজায় সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই পদক্ষেপ। রবার্ট গোলব গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্লোভেনীয় সরকার লুবজানায় সরকারি ভবনের সামনে স্লোভেনিয়া এবং ইইউ-এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেছে।
গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ইঙ্গিত দিয়েছে মাল্টাও।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। তবে ফ্রান্স বলছে, এখনো সেই সময় আসেনি।
জার্মানি যোগ দিয়েছে ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের শিবিরে। গত মঙ্গলবার ডেনমার্কের পার্লামেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিল বাতিল করে দিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ২২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮২ হাজার মানুষ।

স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের পর এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে স্লোভেনীয় সরকার। গতকাল বৃহস্পতিবার স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্লোভেনীয় সরকারের এই সিদ্ধান্তের অনুমোদনের জন্য এখনো দেশটির পার্লামেন্টের সদস্যদের অনুমোদন প্রয়োজন। আগামী মঙ্গলবার এই প্রস্তাবে ভোট হবে। এ প্রসঙ্গে পার্লামেন্টের স্পিকার উরস্কা ক্লাকোকার জুপানচিচ লুবজানায় এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার বিকেল ৪টা থেকে অধিবেশন শুরু হবে।
এদিকে, স্লোভেনীয় আইনপ্রণেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।’ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গাজায় সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই পদক্ষেপ। রবার্ট গোলব গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্লোভেনীয় সরকার লুবজানায় সরকারি ভবনের সামনে স্লোভেনিয়া এবং ইইউ-এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেছে।
গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ইঙ্গিত দিয়েছে মাল্টাও।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। তবে ফ্রান্স বলছে, এখনো সেই সময় আসেনি।
জার্মানি যোগ দিয়েছে ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের শিবিরে। গত মঙ্গলবার ডেনমার্কের পার্লামেন্ট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিল বাতিল করে দিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ২২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮২ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৯ ঘণ্টা আগে