
যুদ্ধ বন্ধে ‘চীনের শান্তি প্রস্তাব’ নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি তাঁর বক্তৃতায় বলেন, ‘চীনের প্রস্তাব এই ইঙ্গিত দেয় যে তারা শান্তি খুঁজছে। সুতরাং আমি বিশ্বাস করি, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।’
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে ‘সংকটের রাজনৈতিক নিষ্পত্তি’বিষয়ক ১২ দফা পত্র প্রকাশ করেছে চীন। সেখানে শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। তবে ১২ দফার কোথাও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি করেনি চীন। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞারও নিন্দা করেছে দেশটি।
চীনের এই ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে চীনের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি।
এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংয়ের মতামতের সঙ্গে একমত।’
এই সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। বেইজিং এই দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো আবার জানিয়েছে, চীন সরকার মস্কোতে ড্রোন ও আর্টিলারি শেল পাঠানোর কথা বিবেচনা করছে।
চীনা শান্তি প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেছেন, ‘পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) এটিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? চীনের শান্তি প্রস্তাবে আমি এমন কিছুই দেখিনি, যা নির্দেশ করে যে এর মধ্যে রাশিয়া ছাড়া অন্য কারও জন্য উপকারী কিছু আছে।’
বিবিসির বিশ্ববিষয়ক সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন রাশিয়ার পাশে রয়েছে বলে মনে হচ্ছে, যদিও তারা মুখে মুখে শান্তি চুক্তির কথা বলছে। এর মাধ্যমে তারা আসলে প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধারের উপায় খুঁজছে।’

যুদ্ধ বন্ধে ‘চীনের শান্তি প্রস্তাব’ নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি তাঁর বক্তৃতায় বলেন, ‘চীনের প্রস্তাব এই ইঙ্গিত দেয় যে তারা শান্তি খুঁজছে। সুতরাং আমি বিশ্বাস করি, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।’
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে ‘সংকটের রাজনৈতিক নিষ্পত্তি’বিষয়ক ১২ দফা পত্র প্রকাশ করেছে চীন। সেখানে শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। তবে ১২ দফার কোথাও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি করেনি চীন। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞারও নিন্দা করেছে দেশটি।
চীনের এই ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে চীনের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি।
এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংয়ের মতামতের সঙ্গে একমত।’
এই সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। বেইজিং এই দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো আবার জানিয়েছে, চীন সরকার মস্কোতে ড্রোন ও আর্টিলারি শেল পাঠানোর কথা বিবেচনা করছে।
চীনা শান্তি প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেছেন, ‘পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) এটিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? চীনের শান্তি প্রস্তাবে আমি এমন কিছুই দেখিনি, যা নির্দেশ করে যে এর মধ্যে রাশিয়া ছাড়া অন্য কারও জন্য উপকারী কিছু আছে।’
বিবিসির বিশ্ববিষয়ক সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন রাশিয়ার পাশে রয়েছে বলে মনে হচ্ছে, যদিও তারা মুখে মুখে শান্তি চুক্তির কথা বলছে। এর মাধ্যমে তারা আসলে প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধারের উপায় খুঁজছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে