
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বছরের শেষ দিনে ইউক্রেন রুশ ভূখণ্ড বেলগরদে যে হামলা চালিয়েছে তা সন্ত্রাসবাদ এবং কিয়েভকে অবশ্যই এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের মূল্য চোকাতে হবে। গতকাল সোমবার রাশিয়ার একটি সামরিক হাসপাতালে নতুন বছরের শুভেচ্ছা বিনিয়ম শেষে দেওয়া এক ভাষণে পুতিন এ কথা বলেন। তিনি এ সময়, ঘোষণা দেন—ইউক্রেনে আক্রমণ আরও বাড়ানো হবে।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলগরদে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন বেসামরিক রুশ নাগরিক নিহত হন, আহত হন আরও বেশ কয়েকজন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া অবশ্যই এ ধরনের হামলার প্রতিশোধ নেবে। তবে অবশ্যই সেটা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নয়, বরং রুশ সেনারা ইউক্রেনের সামরিক স্থাপনাকে আরও বেশি বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
ইউক্রেনীয়রা নির্বিচারে সব ধরনের অস্ত্র ব্যবহার করে রুশদের ওপর হামলা চালাচ্ছে উল্লেখ করে পুতিন বলেন, ‘এ ধরনের অস্ত্র ব্যবহার করে তারা (ইউক্রেনীয়রা) শহরের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। ঠিক সেই সময়টাতে, যখন লোকজন নতুন বছরের কেনাকাটার জন্য বাইরে ছিল।’ তিনি আরও বলেন, ‘এটি অবশ্যই সন্ত্রাসী আক্রমণ, অন্য কোনোভাবেই এই হামলাকে সংজ্ঞায়িত করা যাবে না।’
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা উচ্চমাত্রার নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর জমায়েত, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রসহ সব ধরনের সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছি। এসব হামলা খুবই যন্ত্রণাদায়ক। এ ধরনের হামলা চলতেই থাকবে।’
এর আগে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী শহর বেলগরদে ইউক্রেনের বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক রুশ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করে ক্রেমলিন। এ ছাড়া আহতের সংখ্যা শতাধিক। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে দাবি করেছেন বেলগরদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এই হামলাকে ধরা হচ্ছে কিয়েভের পক্ষ থেকে রাশিয়ায় চালানো সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে। তবে কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে কিয়েভ। গত শুক্রবার ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত হয়েছিল ৩৯ ইউক্রেনীয়। সেই হামলাকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বর্ণনা করেছিল কিয়েভ। তার পরদিন পাল্টা আক্রমণ হিসেবে বেলগরদে হামলা করার কথা স্বীকার করেছে ইউক্রেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বছরের শেষ দিনে ইউক্রেন রুশ ভূখণ্ড বেলগরদে যে হামলা চালিয়েছে তা সন্ত্রাসবাদ এবং কিয়েভকে অবশ্যই এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের মূল্য চোকাতে হবে। গতকাল সোমবার রাশিয়ার একটি সামরিক হাসপাতালে নতুন বছরের শুভেচ্ছা বিনিয়ম শেষে দেওয়া এক ভাষণে পুতিন এ কথা বলেন। তিনি এ সময়, ঘোষণা দেন—ইউক্রেনে আক্রমণ আরও বাড়ানো হবে।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলগরদে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন বেসামরিক রুশ নাগরিক নিহত হন, আহত হন আরও বেশ কয়েকজন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া অবশ্যই এ ধরনের হামলার প্রতিশোধ নেবে। তবে অবশ্যই সেটা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নয়, বরং রুশ সেনারা ইউক্রেনের সামরিক স্থাপনাকে আরও বেশি বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
ইউক্রেনীয়রা নির্বিচারে সব ধরনের অস্ত্র ব্যবহার করে রুশদের ওপর হামলা চালাচ্ছে উল্লেখ করে পুতিন বলেন, ‘এ ধরনের অস্ত্র ব্যবহার করে তারা (ইউক্রেনীয়রা) শহরের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। ঠিক সেই সময়টাতে, যখন লোকজন নতুন বছরের কেনাকাটার জন্য বাইরে ছিল।’ তিনি আরও বলেন, ‘এটি অবশ্যই সন্ত্রাসী আক্রমণ, অন্য কোনোভাবেই এই হামলাকে সংজ্ঞায়িত করা যাবে না।’
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা উচ্চমাত্রার নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর জমায়েত, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রসহ সব ধরনের সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছি। এসব হামলা খুবই যন্ত্রণাদায়ক। এ ধরনের হামলা চলতেই থাকবে।’
এর আগে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী শহর বেলগরদে ইউক্রেনের বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক রুশ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করে ক্রেমলিন। এ ছাড়া আহতের সংখ্যা শতাধিক। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে দাবি করেছেন বেলগরদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এই হামলাকে ধরা হচ্ছে কিয়েভের পক্ষ থেকে রাশিয়ায় চালানো সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে। তবে কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে কিয়েভ। গত শুক্রবার ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত হয়েছিল ৩৯ ইউক্রেনীয়। সেই হামলাকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বর্ণনা করেছিল কিয়েভ। তার পরদিন পাল্টা আক্রমণ হিসেবে বেলগরদে হামলা করার কথা স্বীকার করেছে ইউক্রেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৪ ঘণ্টা আগে