
ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল ঠিক করতে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের অবকাঠামোতে রুশ বাহিনীর আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার দিন এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পুতিন শুক্রবার বেশির ভাগ সময় ‘বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে’ অবস্থান করে এবং দিনভর সেখানে বৈঠক করেন। শনিবার ক্রেমলিন থেকে পুতিনের বৈঠকের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে একটি গোলটেবিলে পুতিনের চারপাশে প্রায় এক ডজন কর্মকর্তাকে দেখা যায়, যাদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমোভও ছিলেন।
এরপর পুতিনকে জয়েন্ট টাস্কফোর্সের সদর দপ্তরে অন্য একটি কনফারেন্স টেবিলে দেখা যায়, যেখানে সামরিক বাহিনীর কমান্ডারদের যুদ্ধ বিষয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
পুতিনকে বলতে শোনা যায়, ‘অভিযান পরিচালনার বিষয়ে প্রতিটি দিক নিয়ে আমরা কমান্ডারদের পরামর্শ শুনব এবং একই সঙ্গে আমাদের তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি ব্যবস্থাগুলো কী হবে যে বিষয়ে আপনাদের প্রস্তাবগুলো শুনব।’
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, পুতিন শুক্রবার পুরো দিন টাস্কফোর্স সদর দপ্তরে কাটিয়েছেন। তবে পুতিনের অন্য কোথাও যাওয়ার বিষয় কিংবা সদর দপ্তরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রথম দিকেই দেশটির প্রায় এক-পঞ্চমাংশের দখল নিয়ে নেয় রুশ বাহিনী। কিন্তু গত কয়েক মাসে কয়েকটি অঞ্চল থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে।
প্রথমে রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চল থেকে পিছু হটে রুশ সেনারা। এরপর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভের দখল হাতছাড়া হয় এবং সম্প্রতি আরেক গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকেও পিছু হটেছে তারা।
বর্তমানে ইউক্রেনে অবস্থান করা রাশিয়ার পদাতিক বাহিনী আক্রমণের পরিবর্তে রক্ষণাত্মক কৌশলে যুদ্ধ করছে। নতুন কৌশল হিসেবে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে মস্কো। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। ফলে ইউক্রেনের লাখ লাখ মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির সংকটও।

ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল ঠিক করতে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের অবকাঠামোতে রুশ বাহিনীর আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার দিন এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পুতিন শুক্রবার বেশির ভাগ সময় ‘বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে’ অবস্থান করে এবং দিনভর সেখানে বৈঠক করেন। শনিবার ক্রেমলিন থেকে পুতিনের বৈঠকের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে একটি গোলটেবিলে পুতিনের চারপাশে প্রায় এক ডজন কর্মকর্তাকে দেখা যায়, যাদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমোভও ছিলেন।
এরপর পুতিনকে জয়েন্ট টাস্কফোর্সের সদর দপ্তরে অন্য একটি কনফারেন্স টেবিলে দেখা যায়, যেখানে সামরিক বাহিনীর কমান্ডারদের যুদ্ধ বিষয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
পুতিনকে বলতে শোনা যায়, ‘অভিযান পরিচালনার বিষয়ে প্রতিটি দিক নিয়ে আমরা কমান্ডারদের পরামর্শ শুনব এবং একই সঙ্গে আমাদের তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি ব্যবস্থাগুলো কী হবে যে বিষয়ে আপনাদের প্রস্তাবগুলো শুনব।’
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, পুতিন শুক্রবার পুরো দিন টাস্কফোর্স সদর দপ্তরে কাটিয়েছেন। তবে পুতিনের অন্য কোথাও যাওয়ার বিষয় কিংবা সদর দপ্তরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রথম দিকেই দেশটির প্রায় এক-পঞ্চমাংশের দখল নিয়ে নেয় রুশ বাহিনী। কিন্তু গত কয়েক মাসে কয়েকটি অঞ্চল থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে।
প্রথমে রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চল থেকে পিছু হটে রুশ সেনারা। এরপর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভের দখল হাতছাড়া হয় এবং সম্প্রতি আরেক গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকেও পিছু হটেছে তারা।
বর্তমানে ইউক্রেনে অবস্থান করা রাশিয়ার পদাতিক বাহিনী আক্রমণের পরিবর্তে রক্ষণাত্মক কৌশলে যুদ্ধ করছে। নতুন কৌশল হিসেবে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে মস্কো। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। ফলে ইউক্রেনের লাখ লাখ মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির সংকটও।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৮ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে