
একরাতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৬টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ শনিবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়া ‘বড় ধরনের’ আক্রমণ চালিয়েছে। দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনায় রুশ হামলার মাত্র একদিন পরই এই হামলা চালানো হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে জেলেনস্কি লিখেন, ‘আক্রমণকারীরা আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যাচ্ছে। রাতে শত্রুরা অন্তত ৩৬টি রকেট হামলা চালিয়েছে। এগুলোর অধিকাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর জঘন্য আক্রমণ এবং খুবই সাধারণ সন্ত্রাসী কার্যক্রম।’
এদিকে, খেরসনে রুশ প্রশাসন ‘অতি দ্রুত’ সাধারণ লোকজনকে এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের প্রতি-আক্রমণের মুখে রাশিয়ার সৈন্যরা সুবিধা করতে না পারার পরিপ্রেক্ষিতে খেরসন প্রশাসন থেকে এই আহ্বান জানানো হয়েছে।
খেরসনের রুশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘যুদ্ধক্ষেত্রে আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করায়, ব্যাপক হারে বোমা বর্ষণ বৃদ্ধি পাওয়ায় এবং সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা থাকায় সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে তাদের অতি দ্রুত শহর ত্যাগে নিপার নদী পেরিয়ে নদীর বাম তীরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
খেরসনে নিযুক্ত রুশ প্রশাসনের কর্মকর্তা কিরিল স্ত্রেমোসভ রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে আজ শনিবার এক সাক্ষাৎকারের জানিয়েছেন, এখন পর্যন্ত ২৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

একরাতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩৬টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ শনিবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেলেনস্কি জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়া ‘বড় ধরনের’ আক্রমণ চালিয়েছে। দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনায় রুশ হামলার মাত্র একদিন পরই এই হামলা চালানো হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে জেলেনস্কি লিখেন, ‘আক্রমণকারীরা আমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যাচ্ছে। রাতে শত্রুরা অন্তত ৩৬টি রকেট হামলা চালিয়েছে। এগুলোর অধিকাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর জঘন্য আক্রমণ এবং খুবই সাধারণ সন্ত্রাসী কার্যক্রম।’
এদিকে, খেরসনে রুশ প্রশাসন ‘অতি দ্রুত’ সাধারণ লোকজনকে এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের প্রতি-আক্রমণের মুখে রাশিয়ার সৈন্যরা সুবিধা করতে না পারার পরিপ্রেক্ষিতে খেরসন প্রশাসন থেকে এই আহ্বান জানানো হয়েছে।
খেরসনের রুশ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘যুদ্ধক্ষেত্রে আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করায়, ব্যাপক হারে বোমা বর্ষণ বৃদ্ধি পাওয়ায় এবং সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা থাকায় সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে তাদের অতি দ্রুত শহর ত্যাগে নিপার নদী পেরিয়ে নদীর বাম তীরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
খেরসনে নিযুক্ত রুশ প্রশাসনের কর্মকর্তা কিরিল স্ত্রেমোসভ রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে আজ শনিবার এক সাক্ষাৎকারের জানিয়েছেন, এখন পর্যন্ত ২৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১৩ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে