
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটিকে আরও ৭২৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদ সরবরাহ করা হবে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনজুড়ে রাশিয়ার সহিংস ক্ষেপণাস্ত্র হামলা এবং রুশ বাহিনীর নৃশংসতার প্রমাণের পরিপ্রেক্ষিতেই এ সহায়তা দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা দপ্তর আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, জো বাইডেনের প্রশাসনের যাত্রা শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০টি হিমার্স দিয়েছে। আগামী বছরগুলোতে এ ধরনের আরও ১৮টি সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজে কয়েক হাজার রাউন্ড গোলা রয়েছে, যা রাশিয়ার আক্রমণের জবাবে ইউক্রেন ব্যবহার করতে পারবে।
হিমার্স সিস্টেমের গোলা সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এক বিবৃতিতে বলছে, ‘ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রয়োজন। ইউক্রেনের শহরগুলোতে বিপুল রকেট হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইউক্রেনের বাহিনী কিছুটা সফলতা দেখিয়েছে। তবে তাদের প্রতিরক্ষা সামর্থ্য আরও বাড়ানো দরকার।’
কেবল যুক্তরাষ্ট্রই নয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডাও ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে সৌদি আরবও ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে আলাপকালে বিন সালমান বিষয়টি নিশ্চিত করেন।

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটিকে আরও ৭২৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদ সরবরাহ করা হবে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনজুড়ে রাশিয়ার সহিংস ক্ষেপণাস্ত্র হামলা এবং রুশ বাহিনীর নৃশংসতার প্রমাণের পরিপ্রেক্ষিতেই এ সহায়তা দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা দপ্তর আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, জো বাইডেনের প্রশাসনের যাত্রা শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০টি হিমার্স দিয়েছে। আগামী বছরগুলোতে এ ধরনের আরও ১৮টি সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজে কয়েক হাজার রাউন্ড গোলা রয়েছে, যা রাশিয়ার আক্রমণের জবাবে ইউক্রেন ব্যবহার করতে পারবে।
হিমার্স সিস্টেমের গোলা সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এক বিবৃতিতে বলছে, ‘ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রয়োজন। ইউক্রেনের শহরগুলোতে বিপুল রকেট হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইউক্রেনের বাহিনী কিছুটা সফলতা দেখিয়েছে। তবে তাদের প্রতিরক্ষা সামর্থ্য আরও বাড়ানো দরকার।’
কেবল যুক্তরাষ্ট্রই নয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডাও ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে সৌদি আরবও ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে আলাপকালে বিন সালমান বিষয়টি নিশ্চিত করেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২১ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে