
ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে, টিউলিপ সিদ্দিক কীভাবে এখনো তাঁর পদে রয়ে গেছেন এবং কেন তাঁকে বরখাস্ত করা হয়নি।
দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে প্রায় আট বছর গুম করে রাখা হয়েছিল একজনকে। তাঁর অভিযোগ, ব্রিটিশ সাংবাদিকেরা তাঁর বিষয়ে টিউলিপকে প্রশ্ন করার পর ঢাকায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়।
গত সপ্তাহে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের আরেক তদন্তে প্রতিবেদনে উঠে আসে যে, ২০০০-এর দশকের শুরুর দিকে টিউলিপ সিদ্দিককে দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাট দেওয়া হয়। এই ফ্ল্যাট তাঁকে দিয়েছিলেন আওয়ামী লীগসংশ্লিষ্ট এক ব্যক্তি। এ ছাড়া, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেকে প্রধানমন্ত্রীর নীতিমালাবিষয়ক উপদেষ্টার কাছে বিষয়টি তুলে দেন তদন্তের জন্য।
তবে এত অভিযোগের পরও টিউলিপকে কেন বরখাস্ত করা হয়নি বা তিনি কেন পদত্যাগ করেননি—এর একটি কারণ হলো প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। টিউলিপ লেবার পার্টির নরম বাম বা মধ্যপন্থী অংশের নেতা। টিউলিপ ২০১৫ সালে জেরেমি করবিনকে দলীয় প্রধান নির্বাচিত করার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। এর বাইরেও টিউলিপ সিদ্দিক লন্ডনের লেবার পার্টির রাজনীতিতে ক্ষমতাধর একজন ব্যক্তি। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে তিনি কেয়ার স্টারমারের প্রতিবেশী। লেবার পার্টি যখন নতুন নেতৃত্ব বাছাই করছিল, তখন শুরুতে স্টারমারকে সমর্থন দেন টিউলিপ।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হয়তো প্রয়োজনবোধে তাঁর মিত্রদের সরিয়ে দিতে বা পদাবনতি দিতে দ্বিধা করেন না, কিন্তু সুযোগ পেলে তিনি তাঁদের রক্ষা করেন এবং মন্ত্রিসভায় রাখেন। এর পাশাপাশি লেবার পার্টির এক কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগকে লেবার পার্টি ‘সিস্টার পার্টি’ বলে মনে করে। আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্যে লেবার পার্টির জন্য প্রচারণাও চালিয়েছেন।
তৃতীয় কারণ হলো, এখন পর্যন্ত বিরোধী দল কনজারভেটিভ পার্টি এ বিষয়ে স্টারমারের ওপর চাপ তৈরি করতে পারেনি। কেমি ব্যাডেনক গত শনিবার রাতে কেয়ার স্টারমারের কাছে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানালেও তিনি বা ছায়া ট্রেজারি মন্ত্রিসভা এ বিষয়ে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেননি। তবে এখন বিরোধী দল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া শুরু করেছে। এর মানে হতে পারে, ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন হয়তো শেষের দিকে।

ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে, টিউলিপ সিদ্দিক কীভাবে এখনো তাঁর পদে রয়ে গেছেন এবং কেন তাঁকে বরখাস্ত করা হয়নি।
দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে প্রায় আট বছর গুম করে রাখা হয়েছিল একজনকে। তাঁর অভিযোগ, ব্রিটিশ সাংবাদিকেরা তাঁর বিষয়ে টিউলিপকে প্রশ্ন করার পর ঢাকায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়।
গত সপ্তাহে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের আরেক তদন্তে প্রতিবেদনে উঠে আসে যে, ২০০০-এর দশকের শুরুর দিকে টিউলিপ সিদ্দিককে দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাট দেওয়া হয়। এই ফ্ল্যাট তাঁকে দিয়েছিলেন আওয়ামী লীগসংশ্লিষ্ট এক ব্যক্তি। এ ছাড়া, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেকে প্রধানমন্ত্রীর নীতিমালাবিষয়ক উপদেষ্টার কাছে বিষয়টি তুলে দেন তদন্তের জন্য।
তবে এত অভিযোগের পরও টিউলিপকে কেন বরখাস্ত করা হয়নি বা তিনি কেন পদত্যাগ করেননি—এর একটি কারণ হলো প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। টিউলিপ লেবার পার্টির নরম বাম বা মধ্যপন্থী অংশের নেতা। টিউলিপ ২০১৫ সালে জেরেমি করবিনকে দলীয় প্রধান নির্বাচিত করার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। এর বাইরেও টিউলিপ সিদ্দিক লন্ডনের লেবার পার্টির রাজনীতিতে ক্ষমতাধর একজন ব্যক্তি। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে তিনি কেয়ার স্টারমারের প্রতিবেশী। লেবার পার্টি যখন নতুন নেতৃত্ব বাছাই করছিল, তখন শুরুতে স্টারমারকে সমর্থন দেন টিউলিপ।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হয়তো প্রয়োজনবোধে তাঁর মিত্রদের সরিয়ে দিতে বা পদাবনতি দিতে দ্বিধা করেন না, কিন্তু সুযোগ পেলে তিনি তাঁদের রক্ষা করেন এবং মন্ত্রিসভায় রাখেন। এর পাশাপাশি লেবার পার্টির এক কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগকে লেবার পার্টি ‘সিস্টার পার্টি’ বলে মনে করে। আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্যে লেবার পার্টির জন্য প্রচারণাও চালিয়েছেন।
তৃতীয় কারণ হলো, এখন পর্যন্ত বিরোধী দল কনজারভেটিভ পার্টি এ বিষয়ে স্টারমারের ওপর চাপ তৈরি করতে পারেনি। কেমি ব্যাডেনক গত শনিবার রাতে কেয়ার স্টারমারের কাছে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানালেও তিনি বা ছায়া ট্রেজারি মন্ত্রিসভা এ বিষয়ে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেননি। তবে এখন বিরোধী দল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া শুরু করেছে। এর মানে হতে পারে, ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন হয়তো শেষের দিকে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৯ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে