
স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মাগ্রেইটে। গতকাল ২০২৩ সালের শেষ দিন রোববারে তিনি এই ঘোষণা দেন। মাগ্রেইটের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন যুবরাজ ফ্রেডেরিক। রাজ সিংহাসন ছাড়লেও রানির রাজকীয় উপাধি ‘হার ম্যাজেস্টি’ বজায় থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় মাগ্রেইটে ৫১ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের রানি হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত। ডেনিশ রাজা ও বাবা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর ১৯৭২ সালে ১৪ জানুয়ারি সিংহাসনে আরোহণ করেন মাগ্রেইটে। নতুন বছরের ১৪ জানুয়ারি তাঁর সিংহাসন আরোহণের ৫২ বছর পূর্তি হবে। সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর সিংহাসন ছাড়বেন।
ডেনমার্কের অ্যামালিয়েনবার্গের নবম ক্রিশ্চিয়ান প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে রানি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়। আমার বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর আগামী ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে যুবরাজ ফ্রেডেরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।’
এ সময় তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতে তাঁর পিঠের অস্ত্রোপচার হবে। সেই বিবেচনায় তিনি যদি তাঁর পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে না পারেন সে কারণেই তিনি অগ্রিম এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান। ডেনিশ আরও বলেন, ‘সময় ফুরিয়ে আসছে, অসুস্থতা বাড়ছে। একটা সময় যে কাজগুলো অনায়াসে করা যেত তা চাইলেও এখন আর করা যায় না।’
এদিকে, রানির পদত্যাগের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। তিনি তাঁর ভাষণে ডেনিশ রানিকে তাঁর দীর্ঘ সময়ের সেবার জন্য জাতির তরফ থেকে ধন্যবাদ জানান। ফ্রেডেরিকসেন বলেন, ‘জনগণের পক্ষ থেকে আমি রানিকে তাঁর আজীবন উৎসর্গ ও রাজ্যের জন্য অক্লান্ত প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মাগ্রেইটে। গতকাল ২০২৩ সালের শেষ দিন রোববারে তিনি এই ঘোষণা দেন। মাগ্রেইটের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন যুবরাজ ফ্রেডেরিক। রাজ সিংহাসন ছাড়লেও রানির রাজকীয় উপাধি ‘হার ম্যাজেস্টি’ বজায় থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় মাগ্রেইটে ৫১ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের রানি হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত। ডেনিশ রাজা ও বাবা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর ১৯৭২ সালে ১৪ জানুয়ারি সিংহাসনে আরোহণ করেন মাগ্রেইটে। নতুন বছরের ১৪ জানুয়ারি তাঁর সিংহাসন আরোহণের ৫২ বছর পূর্তি হবে। সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর সিংহাসন ছাড়বেন।
ডেনমার্কের অ্যামালিয়েনবার্গের নবম ক্রিশ্চিয়ান প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে রানি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়। আমার বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর আগামী ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে যুবরাজ ফ্রেডেরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।’
এ সময় তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতে তাঁর পিঠের অস্ত্রোপচার হবে। সেই বিবেচনায় তিনি যদি তাঁর পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে না পারেন সে কারণেই তিনি অগ্রিম এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান। ডেনিশ আরও বলেন, ‘সময় ফুরিয়ে আসছে, অসুস্থতা বাড়ছে। একটা সময় যে কাজগুলো অনায়াসে করা যেত তা চাইলেও এখন আর করা যায় না।’
এদিকে, রানির পদত্যাগের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। তিনি তাঁর ভাষণে ডেনিশ রানিকে তাঁর দীর্ঘ সময়ের সেবার জন্য জাতির তরফ থেকে ধন্যবাদ জানান। ফ্রেডেরিকসেন বলেন, ‘জনগণের পক্ষ থেকে আমি রানিকে তাঁর আজীবন উৎসর্গ ও রাজ্যের জন্য অক্লান্ত প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে