আজকের পত্রিকা ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জলবায়ু নীতি এবং রাশিয়ার সঙ্গে ফ্রান্সের চলমান বাণিজ্যিক সম্পর্কের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। গত সোমবার সকালে প্যারিসের কেন্দ্রস্থলের বিখ্যাত গ্রেভাঁ জাদুঘর থেকে মাখোঁর মোমের ভাস্কর্য নিয়ে শহরের পশ্চিমাংশে অবস্থিত রুশ দূতাবাসের সামনে স্থাপন করে সংগঠনটির একদল কর্মী। প্রতিবাদ কর্মসূচির জন্য জাদুঘরের কাছ থেকে ভাস্কর্যটি ধার নিয়েছেন তাঁরা।
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে জাদুঘর থেকে ভাস্কর্যটি নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করে এবং ইউরোপজুড়ে পরিবেশ রক্ষায় একটি বাস্তবসম্মত ও টেকসই রূপান্তর শুরু না করা পর্যন্ত মাখোঁ বিশ্বখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান—গ্রেভাঁ জাদুঘরে স্থান পাওয়ার যোগ্য নন।’
রুশ দূতাবাসের সামনে ভাস্কর্যটি স্থাপনের সময় সেখানে বেশ কিছু ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ওই সব প্ল্যাকার্ড ও ব্যানারে গ্যাস, পারমাণবিক শক্তি এবং রাসায়নিক সারসহ বিভিন্ন খাতে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাওয়ার সমালোচনা করা হয়।
রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিলেও ইউরোপীয় দেশগুলো এখনো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-সহ অনেক রুশ পণ্যের আমদানি বন্ধ করতে পারেনি। ফিনল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (সিআরইএ)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্সই রাশিয়ার জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক ছিল। শুধু এলএনজি আমদানির পরিমাণই ছিল ৩৭৭ মিলিয়ন ইউরোর (প্রায় ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার)।
বিবৃতিতে গ্রিনপিস ফ্রান্সের জ্বালানি রূপান্তর কর্মসূচির প্রচারক রজার স্পাউৎজ বলেন, ‘ইমানুয়েল মাখোঁকে তাঁর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে। এই পথে চলা মানেই শত্রু রাষ্ট্র রাশিয়ার ওপর নির্ভরতা বজায় রাখা এবং একটি অপরাধী শাসনের শিল্পখাতকে অর্থায়ন করা।’
তিনি আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিনের ইউরেনিয়ামের সঙ্গে কোনো সার্বভৌমত্ব, জ্বালানি রূপান্তর এবং শান্তি সম্ভব নয়। এই দ্বিমুখী নীতির অবসান ঘটিয়ে আমাদের পারমাণবিক বিদ্যুৎ অধ্যায়ের ইতি টানতে হবে।’
গ্রিনপিসের বিবৃতিতে মাখোঁর রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা এবং একই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর নীতিকে দ্বিচারিতা বলে অভিহিত করা হয়। সংগঠনটি বলছে, ‘এই অস্পষ্ট অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ক্রেমলিনের যুদ্ধ তহবিলে অর্থায়ন করে।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জলবায়ু নীতি এবং রাশিয়ার সঙ্গে ফ্রান্সের চলমান বাণিজ্যিক সম্পর্কের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। গত সোমবার সকালে প্যারিসের কেন্দ্রস্থলের বিখ্যাত গ্রেভাঁ জাদুঘর থেকে মাখোঁর মোমের ভাস্কর্য নিয়ে শহরের পশ্চিমাংশে অবস্থিত রুশ দূতাবাসের সামনে স্থাপন করে সংগঠনটির একদল কর্মী। প্রতিবাদ কর্মসূচির জন্য জাদুঘরের কাছ থেকে ভাস্কর্যটি ধার নিয়েছেন তাঁরা।
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে জাদুঘর থেকে ভাস্কর্যটি নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করে এবং ইউরোপজুড়ে পরিবেশ রক্ষায় একটি বাস্তবসম্মত ও টেকসই রূপান্তর শুরু না করা পর্যন্ত মাখোঁ বিশ্বখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান—গ্রেভাঁ জাদুঘরে স্থান পাওয়ার যোগ্য নন।’
রুশ দূতাবাসের সামনে ভাস্কর্যটি স্থাপনের সময় সেখানে বেশ কিছু ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ওই সব প্ল্যাকার্ড ও ব্যানারে গ্যাস, পারমাণবিক শক্তি এবং রাসায়নিক সারসহ বিভিন্ন খাতে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাওয়ার সমালোচনা করা হয়।
রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিলেও ইউরোপীয় দেশগুলো এখনো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-সহ অনেক রুশ পণ্যের আমদানি বন্ধ করতে পারেনি। ফিনল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (সিআরইএ)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্সই রাশিয়ার জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক ছিল। শুধু এলএনজি আমদানির পরিমাণই ছিল ৩৭৭ মিলিয়ন ইউরোর (প্রায় ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার)।
বিবৃতিতে গ্রিনপিস ফ্রান্সের জ্বালানি রূপান্তর কর্মসূচির প্রচারক রজার স্পাউৎজ বলেন, ‘ইমানুয়েল মাখোঁকে তাঁর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে। এই পথে চলা মানেই শত্রু রাষ্ট্র রাশিয়ার ওপর নির্ভরতা বজায় রাখা এবং একটি অপরাধী শাসনের শিল্পখাতকে অর্থায়ন করা।’
তিনি আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিনের ইউরেনিয়ামের সঙ্গে কোনো সার্বভৌমত্ব, জ্বালানি রূপান্তর এবং শান্তি সম্ভব নয়। এই দ্বিমুখী নীতির অবসান ঘটিয়ে আমাদের পারমাণবিক বিদ্যুৎ অধ্যায়ের ইতি টানতে হবে।’
গ্রিনপিসের বিবৃতিতে মাখোঁর রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা এবং একই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর নীতিকে দ্বিচারিতা বলে অভিহিত করা হয়। সংগঠনটি বলছে, ‘এই অস্পষ্ট অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ক্রেমলিনের যুদ্ধ তহবিলে অর্থায়ন করে।’

মিয়ানমারে জান্তা সরকার আয়োজিত তথাকথিত জাতীয় নির্বাচন গত ২৮ ডিসেম্বর শেষ হয়েছে। এই নির্বাচনের পর দেশজুড়ে জান্তাবিরোধী হামলা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য রাখাইনের রাজধানী সিতওয়ে এবং উপকূলীয় শহর কায়াকফিউতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।
১৭ মিনিট আগে
তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ। দেশটির কিছু এলাকায় ভয়াবহ মাত্রার দাবানল পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক বলেছেন, এটি ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর থেকে সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
৪৪ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। এ সময় তিনি রসিকতার ছলে চেচেন নেতা রমজান কাদিরভের পরিণতি যেন বন্দী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিদলীয় রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ‘সবুজসংকেত’ দিয়েছেন। প্রভাবশালী ডিফেন্স হক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে এই বিলের মাধ্যমে ভারত, চীন ও ব্রাজিলের মতো মস্কোর বাণিজ্যিক অংশীদারদের দণ্ড প্রদান করা
৪ ঘণ্টা আগে