
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জাতিসংঘের সনদ মানতে এবং চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব আলোচনার ক্ষেত্রে আরও একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি রাশিয়াকে মেনে নিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৭ এ ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে এ শর্ত দেন। এ সময় তিনিও ইউক্রেনর আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেক যুদ্ধাপরাধীর শাস্তি এবং এ রকম আক্রমণ আর হবে না এমন নিশ্চয়তারও শর্ত দেন তিনি।
এদিকে, রাশিয়া কাছ থেকে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে নিশ্চয়তা না পেলে মস্কোর সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব ওলেক্সি দানিলভ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনার প্রধান শর্ত হলো—ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার।’
চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, তাঁর দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যদি ক্রিমিয়া ও দনবাসের পূর্বাঞ্চলীয় এলাকাসহ ইউক্রেনের সব অংশ থেকে রাশিয়া সেনা ফিরিয়ে নেয়।
অপরদিকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার রোধে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি স্বীকারও করা হয়েছে। ওয়ালস্ট্রিট জার্নালের এ খবর জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জাতিসংঘের সনদ মানতে এবং চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব আলোচনার ক্ষেত্রে আরও একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি রাশিয়াকে মেনে নিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৭ এ ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে এ শর্ত দেন। এ সময় তিনিও ইউক্রেনর আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেক যুদ্ধাপরাধীর শাস্তি এবং এ রকম আক্রমণ আর হবে না এমন নিশ্চয়তারও শর্ত দেন তিনি।
এদিকে, রাশিয়া কাছ থেকে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে নিশ্চয়তা না পেলে মস্কোর সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব ওলেক্সি দানিলভ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনার প্রধান শর্ত হলো—ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার।’
চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, তাঁর দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যদি ক্রিমিয়া ও দনবাসের পূর্বাঞ্চলীয় এলাকাসহ ইউক্রেনের সব অংশ থেকে রাশিয়া সেনা ফিরিয়ে নেয়।
অপরদিকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার রোধে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি স্বীকারও করা হয়েছে। ওয়ালস্ট্রিট জার্নালের এ খবর জানানো হয়েছে।

সিরিয়া সরকার ও কুর্দি পরিচলিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৩৫ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে