আজকের পত্রিকা ডেস্ক

লন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু ওই শিল্পী পতাকাটি ছাড়তে অস্বীকৃতি জানান।
বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জিউসেপ্পে ভার্দির চার অঙ্কের বিখ্যাত অপেরা ‘ইল ট্রোভাতোর’-এর শেষ রাতের প্রদর্শনীতে।
রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষ মঞ্চের পর্দা নামার সময় ঘটে যাওয়া এই বিষয়টিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত আচরণ’ বলে উল্লেখ করেছে। একজন মুখপাত্র বলেছেন, ‘পতাকা প্রদর্শনের ঘটনাটি শিল্পীর একান্ত নিজস্ব এবং অনুমোদনহীন উদ্যোগ। এটি রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষের অনুমোদিত নয় এবং আমাদের রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে অনেক স্থানেই ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়।
রয়্যাল অপেরা হাউসের ঘটনাটির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে—ওই শিল্পী মঞ্চের পেছনে দাঁড়িয়ে নীরবেই বড় একটি ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন। একসময় তা আলতো করে নাড়ানও।
দর্শকেরা যখন করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন থেকে এক ব্যক্তি পতাকাটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিল্পী তা ঠেকিয়ে দেন এবং পুরো সময় তা ধরে রাখেন।
পাশে দাঁড়িয়ে থাকা দুই সহশিল্পীকে তাঁর দিকে ঝুঁকে পড়তে দেখা যায়। তবে সামনে থাকা অন্য শিল্পীরা মঞ্চের পেছনে কী ঘটছে, তা হয়তো বুঝতেই পারেননি।
উইংসে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা চিৎকার করে কিছু বলতে থাকলেও ওই শিল্পী ছিলেন অনড়। ঘটনার সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ বিবিসিকে জানিয়েছেন, প্রতিবাদের সময় কিছুটা দুয়ো ধ্বনি শোনা যায়। কেউ কেউ এটিকে সমর্থনও করেছেন।
লন্ডনের বাসিন্দা ম্যাগদালিনি লিয়োসা ঘটনাটিকে ‘অত্যন্ত শক্তিশালী মুহূর্ত’ বলে বর্ণনা করেন এবং সেই শিল্পীকে ‘সাহসী’ আখ্যা দিয়েছেন।
অন্যদিকে গ্লসপের বাসিন্দা ক্রিস্টোফার মনে করেন, এই প্রতিবাদ একটি চমৎকার পরিবেশনার শেষ মুহূর্তটি নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যেখানে শুধু অভিনন্দনের মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলাম, সেখানে এটি সবকিছুর ওপর ছায়া ফেলে দেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক জানান, মঞ্চে পেছনের সেই ব্যক্তি পতাকাটি কেড়ে নিতে দুইবার চেষ্টা করেন এবং শুধু দ্বিতীয়বার টানা-হিঁচড়ার ঘটনাটিই ক্যামেরায় ধারণ হয়।
অভিযুক্ত শিল্পীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

লন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু ওই শিল্পী পতাকাটি ছাড়তে অস্বীকৃতি জানান।
বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জিউসেপ্পে ভার্দির চার অঙ্কের বিখ্যাত অপেরা ‘ইল ট্রোভাতোর’-এর শেষ রাতের প্রদর্শনীতে।
রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষ মঞ্চের পর্দা নামার সময় ঘটে যাওয়া এই বিষয়টিকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত আচরণ’ বলে উল্লেখ করেছে। একজন মুখপাত্র বলেছেন, ‘পতাকা প্রদর্শনের ঘটনাটি শিল্পীর একান্ত নিজস্ব এবং অনুমোদনহীন উদ্যোগ। এটি রয়্যাল ব্যালে ও অপেরা কর্তৃপক্ষের অনুমোদিত নয় এবং আমাদের রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে অনেক স্থানেই ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়।
রয়্যাল অপেরা হাউসের ঘটনাটির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে—ওই শিল্পী মঞ্চের পেছনে দাঁড়িয়ে নীরবেই বড় একটি ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন। একসময় তা আলতো করে নাড়ানও।
দর্শকেরা যখন করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন থেকে এক ব্যক্তি পতাকাটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিল্পী তা ঠেকিয়ে দেন এবং পুরো সময় তা ধরে রাখেন।
পাশে দাঁড়িয়ে থাকা দুই সহশিল্পীকে তাঁর দিকে ঝুঁকে পড়তে দেখা যায়। তবে সামনে থাকা অন্য শিল্পীরা মঞ্চের পেছনে কী ঘটছে, তা হয়তো বুঝতেই পারেননি।
উইংসে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা চিৎকার করে কিছু বলতে থাকলেও ওই শিল্পী ছিলেন অনড়। ঘটনার সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ বিবিসিকে জানিয়েছেন, প্রতিবাদের সময় কিছুটা দুয়ো ধ্বনি শোনা যায়। কেউ কেউ এটিকে সমর্থনও করেছেন।
লন্ডনের বাসিন্দা ম্যাগদালিনি লিয়োসা ঘটনাটিকে ‘অত্যন্ত শক্তিশালী মুহূর্ত’ বলে বর্ণনা করেন এবং সেই শিল্পীকে ‘সাহসী’ আখ্যা দিয়েছেন।
অন্যদিকে গ্লসপের বাসিন্দা ক্রিস্টোফার মনে করেন, এই প্রতিবাদ একটি চমৎকার পরিবেশনার শেষ মুহূর্তটি নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যেখানে শুধু অভিনন্দনের মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলাম, সেখানে এটি সবকিছুর ওপর ছায়া ফেলে দেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক জানান, মঞ্চে পেছনের সেই ব্যক্তি পতাকাটি কেড়ে নিতে দুইবার চেষ্টা করেন এবং শুধু দ্বিতীয়বার টানা-হিঁচড়ার ঘটনাটিই ক্যামেরায় ধারণ হয়।
অভিযুক্ত শিল্পীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৪ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে