
ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে রাশিয়ার সঙ্গে আলোচনা আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পৃথক মন্তব্যে পোপের আহ্বান প্রত্যাখ্যান করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পোপ ফ্রান্সিস বলেছিলেন, যখন একটি সংঘাতের কারণে একটি পক্ষের জন্য পরিস্থিতি খারাপ হতে চলেছে তখন কাউকে না কাউকে শান্তির ‘সাদা পতাকা উত্তোলনের সাহস’ দেখাতে হবে, আলোচনা করতে হবে। এর আগেও, তিনি একাধিকবার দুই দেশের সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার প্রতি জোর আরোপ করেছেন।
সুইজারল্যান্ডের সম্প্রচারমাধ্যম আরটিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের রাশিয়ার সঙ্গে আলোচনা করা উচিত। গত শনিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, সবচেয়ে শক্তিশালী তারাই যারা পরিস্থিতি দেখে, জনগণের কথা চিন্তা করে এবং সাদা পতাকা উত্থাপন করার ও আলোচনা করার সাহস রাখে।’
তবে পোপের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে তিনি এ ক্ষেত্রে সরাসরি পোপের নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, ‘তাঁরা প্রার্থনা, তাদের আলোচনা ও কাজের মাধ্যমে আমাদের সমর্থন করে এবং একটি গির্জার সত্যিকার কাজ মানুষের জন্য এমনটাই হওয়া উচিত।’
এ সময় তিনি কিয়েভ থেকে ভ্যাটিকানের দূরত্বের বিষয়টি ইঙ্গিত করে বলেন, ‘কিন্তু ২৫০০ কিলোমিটার দূরে বসে যারা বাঁচতে চায় আর যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের মধ্যে ভার্চুয়াল মধ্যস্থতা করা তাদের কাজ নয়।’
জেলেনস্কির মতো একই সুরে কথা বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি বলেছেন, ‘শক্তিশালী ব্যক্তিরা কোনো বিবাদের সময় ভালোর পক্ষে দাঁড়ায়। বিবাদের কোনো একটি পক্ষকে আলোচনার নামে কোনো নেতিবাচক জায়গায় ঠেলে পাঠায় না।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে রাশিয়ার সঙ্গে আলোচনা আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পৃথক মন্তব্যে পোপের আহ্বান প্রত্যাখ্যান করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পোপ ফ্রান্সিস বলেছিলেন, যখন একটি সংঘাতের কারণে একটি পক্ষের জন্য পরিস্থিতি খারাপ হতে চলেছে তখন কাউকে না কাউকে শান্তির ‘সাদা পতাকা উত্তোলনের সাহস’ দেখাতে হবে, আলোচনা করতে হবে। এর আগেও, তিনি একাধিকবার দুই দেশের সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার প্রতি জোর আরোপ করেছেন।
সুইজারল্যান্ডের সম্প্রচারমাধ্যম আরটিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের রাশিয়ার সঙ্গে আলোচনা করা উচিত। গত শনিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, সবচেয়ে শক্তিশালী তারাই যারা পরিস্থিতি দেখে, জনগণের কথা চিন্তা করে এবং সাদা পতাকা উত্থাপন করার ও আলোচনা করার সাহস রাখে।’
তবে পোপের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে তিনি এ ক্ষেত্রে সরাসরি পোপের নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, ‘তাঁরা প্রার্থনা, তাদের আলোচনা ও কাজের মাধ্যমে আমাদের সমর্থন করে এবং একটি গির্জার সত্যিকার কাজ মানুষের জন্য এমনটাই হওয়া উচিত।’
এ সময় তিনি কিয়েভ থেকে ভ্যাটিকানের দূরত্বের বিষয়টি ইঙ্গিত করে বলেন, ‘কিন্তু ২৫০০ কিলোমিটার দূরে বসে যারা বাঁচতে চায় আর যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের মধ্যে ভার্চুয়াল মধ্যস্থতা করা তাদের কাজ নয়।’
জেলেনস্কির মতো একই সুরে কথা বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি বলেছেন, ‘শক্তিশালী ব্যক্তিরা কোনো বিবাদের সময় ভালোর পক্ষে দাঁড়ায়। বিবাদের কোনো একটি পক্ষকে আলোচনার নামে কোনো নেতিবাচক জায়গায় ঠেলে পাঠায় না।’

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৮ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৯ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১০ ঘণ্টা আগে