
পৃথিবীর অন্যতম ধনাঢ্য নারী ছিলেন অস্ট্রিয়ার হেইডি হোর্টেন। তাঁর সংগ্রহে ছিল বিলাসবহুল ও বহুমূল্য কয়েকশত রত্নালংকার। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিলামে ওঠে প্রয়াত হোর্টেনের সংগ্রহে থাকা যাবতীয় গয়নার। নিলামে যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ডলার। ব্যক্তিগত সম্পত্তির নিলামে যা বিশ্ব রেকর্ড।
হেইডি যেমন ধনকুবের ব্যবসায়ী ছিলেন, তেমনই ছিলেন শিল্প সংগ্রাহক। সোনা, হিরা, মণি, মুক্তার তৈরি গয়না সংগ্রহে রাখতেন তিনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিন দাবি করেছিল, হেইডি হোর্টেনের সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটি ডলার। এর মধ্যে প্রয়াত প্রথম স্বামী হেলমুট হোর্টেনের থেকেই ১০০ কোটি ডলারের মালিক হয়েছিলেন তিনি। ২০২২ সালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় হেইডির।
সম্প্রতি হেইডি হোর্টেনের সংগ্রহ থেকে বেশ কিছু বহুমূল্য গয়না নিলামে তোলা হয়। যার মধ্যে রয়েছে সোনা ও হিরার তৈরি নেকলেস, কানের দুল ব্রেসলেট, টিয়ারা এবং অন্য গয়না। সব মিলিয়ে নিলামে তোলা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডলার মূল্যের অলংকার, যা টাকার অঙ্কে ১ হাজার ৬১৫ কোটিরও বেশি।
নিলাম বিশেষজ্ঞদের মতে এটিই ব্যক্তিগত সম্পত্তির হিসাবে সবচেয়ে বড় নিলাম। কয়েক দফায় এই নিলাম সম্পন্ন হয়েছে, আবারও অনলাইনে নিলাম হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১১ সালে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের রেকর্ড মূল্যের গয়না নিলামে উঠেছিল। যার মোট অর্থমূল্য ছিল ১১ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে হেইডি হোর্টেনের রত্নালংকার নিয়ে আছে বিতর্কও। সমালোচকদের মতে, স্বামী হেলমুট হোর্টেনের মৃত্যুর পর বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন হেইডি। এই হেলমুট আসলে নাৎসি অত্যাচারে শহর ছেড়ে পালানো ইহুদিদের সম্পত্তি কিনেছিলেন বেশ কম দামে। মূলত ইহুদিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সাধারণ ব্যবসায়ী থেকে ধনকুবের হয়ে ওঠেন হোর্টেন।

পৃথিবীর অন্যতম ধনাঢ্য নারী ছিলেন অস্ট্রিয়ার হেইডি হোর্টেন। তাঁর সংগ্রহে ছিল বিলাসবহুল ও বহুমূল্য কয়েকশত রত্নালংকার। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিলামে ওঠে প্রয়াত হোর্টেনের সংগ্রহে থাকা যাবতীয় গয়নার। নিলামে যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ডলার। ব্যক্তিগত সম্পত্তির নিলামে যা বিশ্ব রেকর্ড।
হেইডি যেমন ধনকুবের ব্যবসায়ী ছিলেন, তেমনই ছিলেন শিল্প সংগ্রাহক। সোনা, হিরা, মণি, মুক্তার তৈরি গয়না সংগ্রহে রাখতেন তিনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিন দাবি করেছিল, হেইডি হোর্টেনের সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটি ডলার। এর মধ্যে প্রয়াত প্রথম স্বামী হেলমুট হোর্টেনের থেকেই ১০০ কোটি ডলারের মালিক হয়েছিলেন তিনি। ২০২২ সালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় হেইডির।
সম্প্রতি হেইডি হোর্টেনের সংগ্রহ থেকে বেশ কিছু বহুমূল্য গয়না নিলামে তোলা হয়। যার মধ্যে রয়েছে সোনা ও হিরার তৈরি নেকলেস, কানের দুল ব্রেসলেট, টিয়ারা এবং অন্য গয়না। সব মিলিয়ে নিলামে তোলা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডলার মূল্যের অলংকার, যা টাকার অঙ্কে ১ হাজার ৬১৫ কোটিরও বেশি।
নিলাম বিশেষজ্ঞদের মতে এটিই ব্যক্তিগত সম্পত্তির হিসাবে সবচেয়ে বড় নিলাম। কয়েক দফায় এই নিলাম সম্পন্ন হয়েছে, আবারও অনলাইনে নিলাম হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১১ সালে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের রেকর্ড মূল্যের গয়না নিলামে উঠেছিল। যার মোট অর্থমূল্য ছিল ১১ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে হেইডি হোর্টেনের রত্নালংকার নিয়ে আছে বিতর্কও। সমালোচকদের মতে, স্বামী হেলমুট হোর্টেনের মৃত্যুর পর বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন হেইডি। এই হেলমুট আসলে নাৎসি অত্যাচারে শহর ছেড়ে পালানো ইহুদিদের সম্পত্তি কিনেছিলেন বেশ কম দামে। মূলত ইহুদিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সাধারণ ব্যবসায়ী থেকে ধনকুবের হয়ে ওঠেন হোর্টেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
২ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে