
ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন। এ ছাড়া ওদেসায় রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি ‘ঐতিহাসিক’ গির্জাও বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে রুশ হামলায় ওদেসার একটি এলাকায় অন্তত দুজন নিহত হয়। আহত হয় আরও ২২ জন। আহতদের মধ্যে চারটিই শিশু।
ইউক্রেনের পুলিশ জেনারেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুশ হামলায় ১৯৭৪ সালে জন্ম নেওয়া এক ব্যক্তি নিহত হয়েছেন।
ক্লিমেঙ্কো বলেছেন, ‘রুশ হামলায় আরও অন্তত ২২ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে চারটিই শিশু। তাদের বয়স যথাক্রমে ১১, ১২, ১৭ এবং মাত্র ২ বছর।’
এদিকে, একই দিনে পৃথক রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি অর্থোডক্স গির্জা বিধ্বস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, গির্জা ধ্বংসের বিষয়টি যুদ্ধাপরাধের শামিল।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘ইউনেসকো ঘোষিত সুরক্ষিত ওদেসার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ট্রান্সফিগারেশন গির্জাটি ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যা কিয়েভ কখনোই ভুলবে না এবং ক্ষমা করবে না।’
এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেলসেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ অঞ্চলে নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলার জেরে চারপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুতে সংক্ষিপ্তভাবে সড়ক যান চলাচল স্থগিতও করা হয়েছে।

ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন। এ ছাড়া ওদেসায় রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি ‘ঐতিহাসিক’ গির্জাও বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে রুশ হামলায় ওদেসার একটি এলাকায় অন্তত দুজন নিহত হয়। আহত হয় আরও ২২ জন। আহতদের মধ্যে চারটিই শিশু।
ইউক্রেনের পুলিশ জেনারেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুশ হামলায় ১৯৭৪ সালে জন্ম নেওয়া এক ব্যক্তি নিহত হয়েছেন।
ক্লিমেঙ্কো বলেছেন, ‘রুশ হামলায় আরও অন্তত ২২ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে চারটিই শিশু। তাদের বয়স যথাক্রমে ১১, ১২, ১৭ এবং মাত্র ২ বছর।’
এদিকে, একই দিনে পৃথক রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি অর্থোডক্স গির্জা বিধ্বস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, গির্জা ধ্বংসের বিষয়টি যুদ্ধাপরাধের শামিল।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘ইউনেসকো ঘোষিত সুরক্ষিত ওদেসার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ট্রান্সফিগারেশন গির্জাটি ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যা কিয়েভ কখনোই ভুলবে না এবং ক্ষমা করবে না।’
এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেলসেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ অঞ্চলে নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলার জেরে চারপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুতে সংক্ষিপ্তভাবে সড়ক যান চলাচল স্থগিতও করা হয়েছে।

ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
২ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
৪ ঘণ্টা আগে