অনলাইন ডেস্ক
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি সমর্থন জানিয়ে এটিকে পশ্চিমা মিত্রদের জন্য ‘একটি সেবা’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস।
কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্ৎস বলেন, ‘এই নোংরা কাজটাই ইসরায়েল আমাদের সবার হয়ে করছে।’
ম্যার্ৎস আরও বলেন, ‘আমরাও এই শাসনের শিকার। এই মোল্লাতন্ত্র বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতৃত্ব যে সাহস দেখিয়েছে, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা।’
জি৭ সম্মেলনে জার্মানির ওয়েল্ট টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যার্ৎস দাবি করেন, ইরানের ওপর ইসরায়েলের হামলাগুলো দেশটির নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে।
ম্যার্ৎসের ভাষায়, গত কয়েক দিনের হামলায় মোল্লাতন্ত্রের শক্তি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আগের অবস্থানে ফেরার খুব একটা সম্ভাবনা নেই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলের দাবি, তাদের ভূখণ্ডে ইরানের হামলায় ২৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
উল্লেখ্য, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সমর্থকদের একজন। এমনকি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের সময়ও জার্মানি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে।
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি সমর্থন জানিয়ে এটিকে পশ্চিমা মিত্রদের জন্য ‘একটি সেবা’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস।
কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্ৎস বলেন, ‘এই নোংরা কাজটাই ইসরায়েল আমাদের সবার হয়ে করছে।’
ম্যার্ৎস আরও বলেন, ‘আমরাও এই শাসনের শিকার। এই মোল্লাতন্ত্র বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতৃত্ব যে সাহস দেখিয়েছে, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা।’
জি৭ সম্মেলনে জার্মানির ওয়েল্ট টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যার্ৎস দাবি করেন, ইরানের ওপর ইসরায়েলের হামলাগুলো দেশটির নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে।
ম্যার্ৎসের ভাষায়, গত কয়েক দিনের হামলায় মোল্লাতন্ত্রের শক্তি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আগের অবস্থানে ফেরার খুব একটা সম্ভাবনা নেই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলের দাবি, তাদের ভূখণ্ডে ইরানের হামলায় ২৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
উল্লেখ্য, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সমর্থকদের একজন। এমনকি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের সময়ও জার্মানি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৯ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
১০ ঘণ্টা আগে